আজকাল ওয়েবডেস্ক: দেশ-বিদেশে ঘুরে ঘুরে ট্রাভেল ভ্লগ বানাতেন। কে জানত, তিনিই আদতে 'ঘরের শত্রু বিভীষণ'। ৩৩ বছরের জ্যোতি মালহোত্রা। হরিয়ানার হিসারের বাসিন্দা। পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এবার জ্যোতির বাড়ি থেকে এক ডায়েরি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। যে ডায়েরির পাতায় পাতায় পাকিস্তানের প্রতি তাঁর ভালবাসার কথা একাধিকবার লিখে গেছেন। এমনকী একজায়গায় কারও উদ্দেশে 'আই লাভ ইউ' লিখেছিলেন তিনি। কে তিনি? 

তদন্তকারীরা জ্যোতির বাড়ি থেকে যে ডায়েরি খুঁজে পেয়েছেন, তাতে একজায়গায় লেখা ছিল, 'সবিতাকে ফল আনতে বলো। বাড়ির খেয়াল রেখো। আমি শীঘ্রই ফিরে আসব।' এই সবিতা কে? তাঁর সঙ্গে জ্যোতির কী সম্পর্ক? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি সেই ডায়েরিতে পাকিস্তান ভ্রমণের সুখস্মৃতি নিয়েও লিখেছিলেন তিনি। পাকিস্তানের প্রতি তাঁর আবেগ, অনুভূতি ধরা পড়েছে একাধিকবার। 

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত এক সপ্তাহে পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কমপক্ষে ন'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যেই হরিয়ানার বাসিন্দাই বেশিরভাগ। সবার আগে ভারতীয় সেনাবাহিনীর কার্যক্রম ঘিরে সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করা এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে।‌ 'ট্রাভেল উইথ জো' নামের ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। 

জানা গেছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। কমপক্ষে তিনবার পাকিস্তানে ও একবার চিনে গিয়েছেন। এমনকী খুব শীঘ্রই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনাও ছিল। জঙ্গি হামলার কয়েক সপ্তাহ আগে পহেলগাঁওয়ে গিয়েছিলেন তিনি। পাকিস্তান হাইকমিশনের এক আধিকারিকের সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছিল। তদন্তকারীরা এও জানিয়েছেন, জ্যোতি আরও একাধিক ইউটিউবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তাঁদের সঙ্গেও পাকিস্তানের যোগাযোগ কেমন ছিল, খতিয়ে দেখা হচ্ছে।