‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ সিটবেল্ট ও হেলমেট পড়তেই হবে। না হলেই শাস্তি জুটবে উত্তরপ্রদেশে। সড়ক সুরক্ষা অভিযানের অন্তর্গত এই নির্দেশ জারি করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সরকারি কর্মচারী ও আধিকারিকদের জন্য এই কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি দপ্তরে আসার সময় কর্মচারীদের গাড়িতে সিটবেল্ট লাগাতেই হবে। এবং টু হুইলারে এলে হেলমেট বাধ্যতামূলক। না হলে শাস্তি হিসেবে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ এই নিয়ম না মানলে অফিসে এসেও আপনি অনুপস্থিত থেকে যাবেন। 


প্রতি সরকারি অফিসে এই নির্দেশিকা নোটিশ আকারে ঝুলিয়ে দিতে বলা হয়েছে। নির্দেশ না মানলে অফিস ঢুকতে দেওয়া হবে না এবং তিনি যে অনুপস্থিত তা জানিয়ে দেওয়া হবে। 


সবাই নিয়ম মানছেন কিনা তা জানার জন্য প্রতি সরকারি দপ্তরে সিসিটিভি বাধ্যতামূলক করতে বলা হয়েছে। নিরাপত্তাকর্মীদেরও সজাগ থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের মুখ্য সচিব মনোজ কুমার সিং এই নির্দেশিকা জারি করেছেন।


এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশে রাস্তার অবস্থা খুব খারাপ। বড় দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।