আজকাল ওয়েবডেস্ক: একদিকে দুই ঠাকরে ভাই লড়াই চালাচ্ছেন নিজেদের ভাষাকে নিয়ে। বালাসাহেব ঠাকরে যা করে যেতে বা দেখে যেতে পারেননি, মহারাষ্ট্রে ভাষা তাই করে দেখিয়েছে। এক মঞ্চে প্রায় দু’ দশক পর এক হয়েছেন উদ্ধব-রাজ। সেই মুম্বইয়ে ভাষার কারণে হেনস্থা। ঘটনায় শোরগোল মারাঠাভূমে।
नशे में धुत।
— Sanjay Nirupam (@sanjaynirupam)
अधनंगा।
एक मराठी भाषिक महिला के साथ गाली-गलौज करता हुआ मनसे का नेता पुत्र।
ऊपर से अपने बाप के रसूख़ की धौंस दे रहा है।
मराठी स्वाभिमान की रक्षा करने का दावा करनेवालों का असली चेहरा देखिए।
क्या इन्हीं मुसलमानों के दबाव में मनसेवाले हिंदुओं पर हमले कर रहे हैं ? pic.twitter.com/vOkXz1Ev0wTweet by @sanjaynirupam
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ের রাস্তায় মারাঠি ভাষায় কথা বলার অপরাধে যুবতীর উপর চড়াও হন এক মদ্যপ, অর্ধনগ্ন যুবক। পরিচয়ে তিনি একজন এমএনএস নেতার ছেলে। অর্থাৎ মহারাষ্ট্র নবিনির্মান নেতার ছেলে, যা কিনা আবার রাজ ঠাকরের দল। স্বাভাবিকভাবেই ঘটনায় বড় অস্বস্তিতে রাজ ঠাকরের দল।
ঠিক কী ঘটেছে? ওই এলাকায় সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মাতাল এবং অর্ধনগ্ন অবস্থায় গাড়ির ভিতরে বসে, মুম্বইয়ে একজন মারাঠি ভাষাভাষী মহিলাকে গালিগালাজ করছেন এক যুবক। পরে রাহিল শেখ নামে পরিচিত ওই ব্যক্তি, যিনি এমএনএসের রাজ্য সহ-সভাপতি জাভেদ শেখের ছেলে, তাঁকে বাবার প্রসঙ্গ তুলতেও দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যে।
উল্লেখ্য, রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। গত কয়েকদিন ধরেই জল্পনা দু’ জনের এক হওয়ার। সেই জল্পনার অবসান ঘটে গিয়েছে একপ্রকার। প্রায় দু’ দশক পর একসঙ্গে মঞ্চে এসে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন রাজ এবং উদ্ধব। এই দুজনের একত্রিত হওয়ার পুরধা হিসেবে কাজ করেছে বর্তমান সরকারের একটি সিদ্ধান্ত। শনিবার মঞ্চে রাজ ঠাকরে বলেওছেন, যা বালা সাহেব করতে পারেননি, আরও অনেকে পারেননি, তা করেছেন ফড়ণবীশ। তাঁর সরকারের সিদ্ধান্তের বিরোধিতাতেই মূলত এক হয়েছেন দু’ জনে।
জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে স্কুলে তিন ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের মারাঠি এবং ইংরেজিমাধ্যম স্কুলগুলিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে শোরগোল শুরু হয় রাজ্যে। বিতর্কের মধ্যে আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তৃতীয় ভাষা হিসেবে হিন্দিকে বাধ্যতামূলক করার বিষয়টি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এই ইস্যুতে ঠাকরে ভাইদের একজোট হওয়া। উদ্ধব ঠাকরে শনিবার জানিয়েছেন, মুম্বইয়ের পুরভোটে দুই ভাই লড়বেন জোড় বেঁধে। তার মাঝেই এই ছবি সামনে আসায় রাজ শিবিরে সমস্যা বাড়বে বলে মনে করছেন অনেকেই।
