আজকাল ওয়েবডেস্ক: চারধাম যাত্রায় বড়সড় বিপদের আশঙ্কা। তীর্থযাত্রীদের নিরাপত্তার জেরে আপাতত বন্ধ থাকছে চারধাম যাত্রার সমস্ত রুট। রবিবার থেকেই চারধাম যাত্রা স্থগিত রাখার ঘোষণা করল উত্তরাখণ্ড প্রশাসন। বিপদের আশঙ্কা সরতেই ফের শুরু হবে বলেও জানিয়েছে তারা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে জেরবার উত্তরাখণ্ড। ২৯ জুন, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার ঘোষণা করেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ-সহ বিভিন্ন স্থানে হাজার হাজার পুণ্যার্থী আটকে পড়েছেন।
এদিকে রবিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়ঙ্কর দুর্ঘটনা। বারকোট-যমুনোত্রী সড়কের পাশে বালিগড়ে হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি হয়। ওই এলাকায় একটি নির্মীয়মান হোটেলে ছিলেন নয় জন শ্রমিক। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হরপা বান নামে। এরপর থেকে খোঁজ নেই ওই নয় জন শ্রমিকের। ভারী বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।
মৌসম ভবন উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টির কারণে ভূমিধসের জেরে বন্ধ রয়েছে একাধিক রাস্তা। নন্দপ্রয়াগ এবং ভানেরোপানীর কাছে বন্ধ জাতীয় সড়ক। রুদ্রপ্রয়াগের সোনপ্রয়াগ-মুঙ্কাতিয়া সড়কেও গাড়ি চলাচলে বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি বদ্রীনাথে ৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
