আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাম নবমীর দিনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একদল ব্যক্তি গেরুয়া পতাকা হাতে সালার মাসুদের (গাজী মিয়াঁ) দর্গার গেটে উঠে স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে সিকান্দরা এলাকার ‘গাজী মিয়াঁ কি দর্গাহ’-এ, যেখানে এক হিন্দু সংগঠন — মহারাজা সুহেলদেব সম্মান সুরক্ষা মঞ্চ — এর সদস্যরা মোটরসাইকেলে এসে দর্গার সামনে গেরুয়া পতাকা নাড়ান এবং স্লোগান দিতে থাকেন। একটি ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি দর্গার গেটের উপর উঠে পতাকা ওড়াচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দর্গার গেট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামিয়ে আনে।
প্রয়াগরাজের ডেপুটি কমিশনার অব পুলিশ (গঙ্গা নগর) কুলদীপ সিং গুনাওয়াত জানান, “ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্গায় হিন্দু ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষ চাদর চড়াতে আসেন। যারা পতাকা ও স্লোগানের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করেছিল, তাদের দ্রুত সরিয়ে দেওয়া হয়েছে এবং এখন এলাকা শান্ত।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
“শান্তি বিঘ্নিত করতে চাওয়া যেকোনও অসামাজিক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,”—বলেন তিনি।
