আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেই ঘটল বিপত্তি। নিজের স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন এক ব্যক্তি। ঘটনার জেরে বিরাট চাঞ্চল্য উত্তরপ্রদেশে।


বিয়ে হয়েছিল আগেই। তারপরই ঘটল বিরাট বিপত্তি। যে ব্যক্তি বিয়ে করেছিলেন তিনি জানতে পারলেন তার স্ত্রীয়ের একজন প্রেমিক রয়েছে। সেই প্রেমিক তার স্ত্রীর জন্য পাগল। তাই আর দেরি না করে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হতে। 


এই খবরটি ভাইরাল হওয়ার পরই রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। তবে এরপরই বিরাট টুইস্ট। সেই বউ এবার নিজের প্রেমিককে ছেড়ে দিয়ে ফিরল তার প্রথম স্বামীর কাছেই। স্বামী বাবলু যখন জানতে পারেন তার স্ত্রী রাধিকার একটি সম্পর্ক রয়েছে বিকাশ নামে একটি ছেলের সঙ্গে তিনি দ্রুত দুজনকে ফের বিয়ে দিয়ে দেন। নিজের দাঁড়িয়ে থেকে বউকে তুলে দিয়েছিলেন অন্যের হাতে।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by India Today (@indiatoday)