আজকাল ওয়েবডেস্ক:  অন্ধ্রপ্রদেশে শক্তিবৃদ্ধি হতে চলেছে টিডিপির? প্রশ্নটা উঠছে কারণ জল্পনা চন্দ্রবাবু নইডুর হাত ধরতে পারেন ওয়াইএসআরসিপি-র দুই প্রাক্তন সদস্য।

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি নেতৃত্বাধীন ওয়াইএসআরসিপি-তে ফের ভাঙন। এবার দল থেকে পদত্যাগ করলেন রাজ্যসভার দুই সাংসদ। রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন তাঁরা। সংবাদ সংস্থা সূত্রের খবর, ওই দুই সাংসদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। 

 

দলের দুই সাংসদের ইস্তফার জেরে বর্তমানে রাজ্যসভায় ওয়াইএসআরসিপি-র সদস্য কমে হল নয়। লোকসভায় ওয়াইএসআরসিপি-র সদস্য ৪। রাজ্যসভায় ভেঙ্কটারামনার মেয়াদ ছিল দু হাজার ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত। বেদা রাওয়ের মেয়াদ ছিল দু হাজার আটাশ সালের জুন পর্যন্ত। ইস্তফা দেওয়ার পর দুই সাংসদের পরবর্তী পদক্ষেপ নিয়ে অন্ধ্রের রাজনীতিতে জল্পনা তুঙ্গে।

 


উল্লেখ্য, বেদা রাও ২০১৯ সালে টিডিপি ছেড়ে জগন মোহন রেড্ডি নেতৃত্বাধীন ওয়াইএসআরসিপি-তে যোগ দেন। দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত টিডিপির হয়ে অন্ধ্রের কাভালি কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন রাও। স্বাভাবিকভাবেই বেদা ভবিষ্যতে আবারও চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি-তে যোগদান করতে পারেন বলে সূত্রের খবর। 

 


জল্পনা বেদার পাশাপাশি চন্দ্রবাবুর হাত ধরতে পারেন ভেঙ্কটারামনারও। প্রয়াত ওয়াই এস রাজশেখর রেড্ডির নেতৃত্বাধীন সরকারে প্রতিমন্ত্রী ছিলেন কংগ্রেস ত্যাগী ভেঙ্কটারামনা। ফলে বেদার সঙ্গে মোপিদেবী ভেঙ্কটারামনার পদত্যাগ ওয়াইএসআরসিপি-র জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।