নিতাই দে, আগরতলা: রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরা ক্রিকেটকে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকেলে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
মুখ্যমন্ত্রী ভাষণে বলেন, 'খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও মনের বিকাশ ঘটে। একাগ্রতার সঙ্গে নিয়মিত অনুশীলন করলে প্রতিভা বিকশিত হয়। রাজ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। তাঁদের সঠিক সুযোগ করে দিলে আগামী দিনে ত্রিপুরার ক্রিকেট জাতীয় স্তরে জায়গা করে নিতে পারবে। ইতিমধ্যেই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।'
মুখ্যমন্ত্রী বলেন, 'ক্রিকেটকে ঘিরে আগে নানা ধরনের রাজনীতি হত, এখন সেটা বন্ধ হয়েছে।' অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও ক্রীড়াক্ষেত্রে দেশের মধ্যে সুনাম রয়েছে। আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ফলে রাজ্যে ক্রিকেট খেলার প্রসার ঘটবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিসিআই সম্পাদক দেবজিৎ সাইকিয়া, বিসিসিআই সদস্য খাইরুন জামাল মজুমদার, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রোমাল সিং সহ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা।
এইদিন বিভিন্ন টুর্নামেন্টে সফল ত্রিপুরার ক্রিকেটার ও দলকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ভারতের মহিলা অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং কোচ শ্রাবনী দেবনাথকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্মরণীকারের আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠানকে গিয়ে রবীন্দ্র ভবনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে আরও একটি বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ত্রিপুরার নরসিংগড়স্থিত টিআইটি মাঠে নির্মীয়মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয়মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ যাতে শেষ করা যায় এ বিষয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বইয়ের মধ্যে আয়োজিত রঞ্জি ট্রফির ম্যাচে উপস্থিত থেকে সংবাদমাধ্যমকে এখবর জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।
মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা বলেন, 'আজ এখানে রঞ্জি ট্রফির ম্যাচ হচ্ছে। এখানে চারটি ম্যাচের আয়োজন করা হয়েছে। চারদিনের প্রথম ম্যাচে আজ ত্রিপুরার সঙ্গে মুম্বইয়ের খেলা। এই ম্যাচ দেখতে এসে খুবই ভাল লাগল।' আগরতলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ সম্পর্কিত বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের নির্মাণ সংক্রান্ত বিষয়ে একটা সমস্যা ছিল। সমস্যা সমাধান করার জন্য তিন সদস্যের আর্বিট্রেটর কমিটি গঠন করা হয়েছে। আর্বিট্রেটর ঠিক হয়ে যাওয়ায় কাজটাও দ্রুত শুরু করা দরকার। এজন্য আমার পক্ষ থেকে যা যা সহায়তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। আগামী ছয়মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামীদিনে এখানে অনেক বড়ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে রাজ্যের মানুষও ভাল ভাল খেলা উপভোগ করতে পারবেন।'
