আজকাল ওয়েবডেস্ক: অদ্ভূত, পোষ্যকে নিয়ে সংসদে এলেন কংগ্রেস সাংসাদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী। গাড়ির মধ্যে ছিল তাঁর পোষ্যটি। যা সকলের নজরকাড়ে। কেন হঠাৎ সংসদে কুকুর নিয়ে এলেন রেণুকা? তাঁর জবাব, "আমার পোষ্যটি আকারে ছোট এবং নিরীহ।" এরপরই বিস্ফোরক তিনি। বলেন, "সরকার হয়তো সংসদের ভিতরে কোনও প্রাণীই পছন্দ করে না, কিন্তু সমস্যা কী? এটা এতই ক্ষুদ্র প্রাণী যে কাউকে কামড়াবে না।"

এরপরও থামেননি রেণুকা চৌধুরী। তিনি বলেন যে, "কামড়ানোর বিষয়ে যদি কেউ চিন্তা করে, তবে সেটা কুকুর নয়, সংসদের কিছু লোক। কেন সংসদের ভেতরে এটা নিয়ে সমস্যা হবে? যারা কামড়াতে পারে তাঁরা সংসদের ভেতরেই আছে।" 

কিন্তু কুকুর নিয়ে সংসদে প্রবেশ তো নিরাপত্তা লঙ্ঘন। বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন রেণুকা চৌধুরী, বলেছেন, "আমরা কোন নিরাপত্তা উদ্বেগের কথা বলছি? কুকুরকেও ঢোকার অনুমতি দিন, আমরা আর কী বলতে পারি?"

বিজেপি এই ঘটনার নিন্দা করতে সময় নষ্ট করেনি। সাংসদ জগদম্বিকা পাল চৌধুরীর এই পদক্ষেপকে সাংসদদের দেওয়া সুযোগ-সুবিধার অপব্যবহার বলে উল্লেখ করেছেন এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। বিজেপি সাংসদের কথায়, "বিশেষ সুযোগ-সুবিধা কাউকে নিয়ম লঙ্ঘন করতে বা সংসদে পোষা প্রাণী আনার অনুমতি করে দেয় না। এর জবাবদিহি চাওয়া উচিত।"

শীতকালীন অধিবেশন শুরু
সোমবারই সূচনা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ১৯ দিন ধরে ১৫টি অধিবেশনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে।

চলতি অধিবেশনে সরকার ১৩টি নতুন বিল পেশ করবে বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছে, ইউজিসি, কর্পোরেট আইন (সংশোধন) বিল, বিমা আইন (সংশোধন) বিল এবং জাতীয় মহাসড়ক (সংশোধন) বিল, পারমাণবিক শক্তি বিল ২০২৫, ভারতের উচ্চ শিক্ষা কমিশন বিল, ২০২৫ । এছাড়, লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল এবং স্বাস্থ্য সুরক্ষা ও জাতীয় সুরক্ষা কর বিল, ২০২৫ পেশ করবেন।

বিরোধী দলগুলি অধিবেশন চলাকালীন বেশ কয়েকটি বিষয় উত্থাপন করার পরিকল্পনা করছে, যার মধ্যে রয়েছে এসআইআর, অর্থনৈতিক বৈষম্য, দিল্লি বিস্ফোরণ, দূষণ এবং বিদেশ নীতি সম্পর্কিত বিষয়।

বন্দে মাতরমের ১৫০ তম বার্ষিকী উপলক্ষে সরকার একটি আলোচনাও করবে বলে আশা করা হচ্ছে।