আজকাল ওয়েবডেস্ক: একটি ৫০ টাকার নোট বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। যদি সঠিকভাবে সেটিকে সঠিক জায়গায় বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকেই ফিরে যাবে আপনার ভাগ্য। এই ৫০ টাকার নোটের দাম আন্তর্জাতিক বজারে বিরাট চাহিদা রয়েছে। তবে এই নোটে থাকতে হবে কয়েকটি বৈশিষ্ট্য। একটি ৫০ টাকার নোট থেকে আপনি পেতে পারেন লক্ষ লক্ষ টাকা।
আপনার কাছে যে পুরোনো ৫০ টাকার নোটটি থাকবে সেখানে যে নম্বরটি থাকতে হবে সেটি হল ৭৮৬। এই সংখ্যাটি একটি বিশেষ শ্রেণির মধ্যে বিশেষ জনপ্রিয়। তারা এটিকে বিরাট ভাগ্য বলেই মনে করে থাকেন। এছাড়া এই নোটের সামনের দিকে থাকতে হবে গান্ধীজির ছবি।
যদি এই নোটটি আপনার কাছে থাকে তাহলে সেটিকে আপনি ৭ লক্ষ টাকার বিক্রি করতে পারেন। যদি একই ধরণের অনেক নোট থাকে তাহলে আপনার টাকার পরিমান হবে অনেক বেশি। কীভাবে এই নোট বিক্রি করবেন সেটি এবার জেনে নেওয়া যাক।
প্রথমে এই নোটের ছবি আপনাকে অনলাইনে দিতে হবে। সেখান থেকেই এই নোটের টাকার পরিমান স্থির করে দেওয়া হবে। যারা এই নোট কিনবেন তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। নোটের সিরিয়াল নম্বর থাকতে হবে ৭৮৬। তাহলেই পাবেন ৭ লক্ষ টাকা। যদি আপনার কাছে তিনটি এই সিরিয়ালের নোট থাকে তাহলে আপনি পেয়ে যাবে ২১ লক্ষ টাকা।
তবে একটা কথা সর্বদা মাথায় রেখে দেবেন। যেখানে এই নোট বিক্রি করুন না কেন তার দায় আপনার। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরণের লেনদেন কখনই মান্যতা দেয় না। তাই যদি অনলাইনে এই নোট বিক্রি করতে গিয়ে আপনি কোনও ধরণের প্রতারণার শিকার হন তার দায় থাকবে আপনার উপরেই। আজকাল ডট ইন তার কোনও দায় নেবে না। সেখানে সমস্ত দায়ভার থাকবে আপনার নিজের সিদ্ধান্তের উপরেই। তাই যে কাজ করবেন সেটা আগে থেকে ভেবে নিয়ে তারপর করবেন।
