আজকাল ওয়েবডেস্ক: স্বামী বিবাহবিচ্ছেদে রাজি হননি। সেই রাগে স্বামীকে খুন করার অভিযোগ উঠল তাঁর স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রী-সহ মোট চার জনকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের থানে গ্রামীণ পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত ২৫ নভেম্বর মুম্বই-নাশিক হাইওয়ের কাছে শাহাপুর এলাকায় এক ব্যক্তির পোড়া ও পচাগলা দেহ পাওয়া গিয়েছিল। দেহটি কর্ণাটকের টিপান্না নামে এক ব্যক্তির ছিল বলে তদন্তে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন টিপান্নার স্ত্রী হাসিনা মেহবুব শেখ, হাসিনার ভাই ফয়াজ জাকির হুসেন শেখ (৩৫) এবং আরও দু’জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় তাঁরা আলাদা থাকতেন। হাসিনা স্বামীকে বিবাহবিচ্ছেদ দিতে বললেও টিপান্না কিছুতেই রাজি হচ্ছিলেন না।
শাহাপুর থানার পরিদর্শক মুকেশ ধাগে জানিয়েছেন, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, বিবাহবিচ্ছেদ না দেওয়ার জন্যই স্ত্রী তাঁর আত্মীয় ও বন্ধুদের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন করার পরিকল্পনা করেন।"
পুলিশের জেরায় জানা গিয়েছে, হাসিনা তাঁর ভাই ফয়াজকে খুনের নির্দেশ দেন। ফয়াজ পেশায় অটোরিকশা চালক। গত ১৭ নভেম্বর ফয়াজ তাঁর দুই সঙ্গীকে নিয়ে টিপান্নাকে ঘুরতে যাওয়ার নাম করে গাড়িতে তোলে। এরপর তাঁরা টিপান্নাকে শাহাপুরের কাছে একটি জঙ্গলে নিয়ে গিয়ে খুন করে। প্রমাণ লোপাটের জন্য দেহটি পোড়ানোর চেষ্টাও করা হয়। শেষে পোড়া দেহটি হাইওয়ের ধারে ফেলে দিয়ে তারা পালিয়ে যায়।
পুলিশ তদন্ত করে অভিযুক্তদের ধরে ফেলে। তাদের জিজ্ঞাসাবাদ করতেই ফয়াজ স্বীকার করে যে বোনের কথা মতোই এই খুন করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
