আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবারের মধ্যরাত পেরিয়েও চলল শুনানি। সময় তখন ১০ এপ্রিল পেরিয়ে ১১ এপ্রিল। রাত দুটোর পর, ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মূল ষড়যন্ত্রকারী তাহাওয়ুর হুসেইন রানার ১৮ দিনের এনআইএ হেফাজত মঞ্জুর করে  দিল্লির পটীয়ালা হাউস কোর্টের এনআইএ-র বিশেষ আদালত। সূত্রের খবর এনআইএ ২০দিনের হেফাজত চেয়েছিল। বৃহস্পতির রাতেই রানাকে এনআইএ-সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর সর্ববভারতীয় সংবাদ সংস্থা সূত্রে। 

২৬/১১ মুম্বই হামলায় অভিযুক্ত রানাকে ফেরানোর পর, আমেরিকার তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে সর্বদা। রানা ভারতের হাতে, তাতে আমেরিকা খুশি, তাও জানানো হয়েছে বিবৃতিতে, সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই।

পাক বংশোদ্ভূত রানা যদিও এখন ছিলেন কানাডার নাগরিক। দীর্ঘ সময় লস অ্যাঞ্জেলেসে আটক ছিলেন। বৃহস্পতিবার বিশেষ বিমানে দিল্লির পালম টেকনিক্যাল এয়ারপোর্টে অবতরণের পর তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বিশেষ জেরা করার ঘর প্রস্তুত করা হয়েছিল।


এই মামলায় এনআই-এর হয়ে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী নরেন্দ্র মান।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর, ১০ জন পাকিস্তানি জঙ্গি মুম্বই শহরে একাধিক জায়গায় সন্ত্রাস চালিয়ে ১৬৬ জন নিরীহ মানুষকে হত্যা করেছিল। সেই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী রানার বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের মামলা অবশেষে এখন দেশে বিচারাধীন।