আজকাল ওয়েবডেস্ক: সাংবাদিক সঞ্জয় শর্মার ইউটিউব চ্যানেল ‘4PM নিউজ’ কেন্দ্রের নির্দেশে ‘জাতীয় নিরাপত্তা’ ও ‘সার্বজনীন শৃঙ্খলা’র নামে ব্লক করায় সুপ্রিম কোর্ট সোমবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে। বিচারপতি বি আর গাভাই ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ মামলাটি আগামী সপ্তাহে শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।
পিটিশনারের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, চ্যানেল ব্লক করার আগে কোনোরকম নোটিশ দেওয়া হয়নি। তিনি বলেন, “আমি এখনো পর্যন্ত ব্লকিং অর্ডারটিই পাইনি। কী অভিযোগে ব্লক করা হয়েছে, জানাই নেই।”
শর্মার আবেদনে বলা হয়েছে, কোনো ধরনের নোটিশ বা শুনানি ছাড়াই তার চ্যানেল বন্ধ করা হয়েছে, যা সংবিধানের ১৯(১)(ক) ধারা অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন। তিনি জরুরি ভিত্তিতে তার প্ল্যাটফর্ম আনব্লক করার দাবি জানান এবং ২০০৯ সালের আইটি ব্লকিং নিয়মের অসাংবিধানিকতাকে চ্যালেঞ্জ করেন।
আবেদনে ২০০৯ সালের নিয়মের ৮, ৯ ও ১৬ নম্বর ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হয়েছে, ব্লক করার আগে কনটেন্ট নির্মাতাকে নোটিশ ও শুনানির সুযোগ না দেওয়া একপ্রকার ‘গোপন সেন্সরশিপ’। বিচারপতিরা বলেন, “আমরা অপর পক্ষকেও শুনতে চাই।” কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক ও ইউটিউবকে নোটিশ পাঠানো হয়েছে।
এই ঘটনা মিডিয়া স্বাধীনতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের অধিকার নিয়ে বড় আইনি প্রশ্ন তোলে।
