আজকাল ওয়েবডেস্ক: তাজ্জব সকলে। এরকমও হওয়া সম্ভব? নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। মহারাষ্ট্রের নাসিকের নিফাদে বিরল ঘটনা। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, একটি চিতাবাঘকে মুখে করে টেনে হিঁচড় নিয়ে যাচ্ছে পথকুকুর! পাশে ঘোরাফেরা করছে আরও বেশ কয়েকটি। এভাবেই প্রায় ৩০০ মিটার নিয়ে গিয়েছে সে। কুকুরের দাঁতের এমন জোর যে চিতাবাঘটি কিছুই করতে পারছে না। তার আগে প্রবল লড়াইে কুকুরটি নিজের প্রতাপ দেখিয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের মতে, এই সপ্তাহের শুরুতে ঘটনাটি ঘটেছিল। চিতাবাঘটি এলাকায় ঢুকে পড়েছিল। চিতাকে দেখেই ওই পথকুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় লড়াই। চিতাবাঘটিকে ধরে কুকুরটি অনেক দূর টেনে নিয়ে যায়।

?ref_src=twsrc%5Etfw">August 22, 2025

কীভাবে এটা সম্ভব? প্রত্যক্ষদর্শীদের কথায়, কুকুরের আকস্মিক আক্রমণ সহ্য করতে পারেনি চিতাবাঘটি। শেষমেষ চিতাবাঘটি রীতিমত প্রাণরক্ষার তাগিদে পালিয়ে যায়। আক্রমণকারী কুকুরটি চিতার সঙ্গে তীব্র লড়াই করলেই বেঁচে যায়। এলাকার কোনও বাসিন্দারও ক্ষতি হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আহত হওয়ার পর চিতাবাঘটি কাছাকাছি বনে পালিয়ে গিয়েছে। বন কর্মকর্তারা এখনও নিশ্চিত করেননি যে, চিতাটির চিকিৎসার প্রয়োজন আছে কিনা, তবে উল্লেখ করেছেন যে- ঘটনার পর গ্রামবাসী এবং গৃহপালিত প্রাণীরা নিরাপদে রয়েছে।

নাসিকের এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন বেওয়ারিশ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট তার আগের নির্দেশ শিথিল করেছে। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বে তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এ দিন জানিয়েছে যে, দিল্লি-এনসিআর-এ টিকাপ্রাপ্ত বেওয়ারিশ কুকুরদের ছেড়ে দেওয়া যেতে পারে। তবে অত্যন্ত আগ্রাসী বা যেসব কুকুর কামড়ালে জলতাঙ্ক রোগ হতে পারে এমন পথকুকুরদের শেল্টারে রাখার কথা বলেছে। 

আরও পড়ুন-  বিয়ের দিন হঠাৎ স্ত্রীর শাশুড়ির স্তন্যপান করল বর! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটদুনিয়া