আজকাল ওয়েবডেস্ক: এলন মাস্কের উপগ্রহ ইন্টারনেট পরিষেবা সংস্থা Starlink ভারতে বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য ভারতের মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা IN-SPACe-এর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বুধবার (৯ জুলাই), IN-SPACe সংস্থা স্টারলিংক-কে পাঁচ বছরের জন্য লাইসেন্স প্রদান করে।

২০২২ সাল থেকে ভারতে পরিষেবা শুরুর অপেক্ষায় থাকা এই সংস্থার জন্য এটি ছিল শেষ বড় অনুমোদন। এর আগে রিলায়েন্স জিও এবং ইউরোপীয় সংস্থা ওয়ানওয়েব ভারতে পরিষেবা চালুর ছাড়পত্র পায়।

আরও পড়ুন: টাকা নেই নাসার! দু’হাজারেরও বেশি কর্মীকে ছেঁটে ফেলতে পারে মার্কিন মহাকাশ সংস্থা, দাবি সূত্রের

স্টারলিংক এখন ভারতের সরকারের কাছ থেকে স্পেকট্রাম পাওয়া, স্থলভিত্তিক পরিকাঠামো নির্মাণ এবং নিরাপত্তা পরীক্ষাসহ একাধিক ধাপ পেরিয়ে মূল পরিষেবা শুরু করবে। উল্লেখযোগ্যভাবে, মে মাসে ভারতের টেলিযোগাযোগ বিভাগ (DoT) স্টারলিংককে পরিষেবা দেওয়ার অনুমতি দেয়, যা নতুন জাতীয় নিরাপত্তা নীতির শর্ত পূরণের ভিত্তিতে দেওয়া হয়।

প্রসঙ্গত, The Washington Post এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন Starlink-এর পক্ষে কিছু দেশের উপর চাপ সৃষ্টি করেছিল অনুমোদনের জন্য, যখন এলন মাস্ক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ।