আজকাল ওয়েবডেস্ক: বাঁধ থেকে জল ছাড়া হয়েছিল। আর তার পরেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের, সঙ্গে ব্যাপক আতঙ্ক। নদী একপ্রকার ঢাকা বিষাক্ত ফেনায়। ঘটনাস্থল তামিলনাডুর হোসুর। এই প্রথম নয়, এর আগেও নদীতে বিষাক্ত ফেনার ঘটনা ঘটেছে। কেল্লাভারপল্লী বাঁধ থেকে জল ছাড়ার পর, হোসুরের কাছে দক্ষিণ পেন্নাই নদীর একটি অংশে নদিড় জলে আচমকা সাদা ফেনা লক্ষ করেন স্থানীয়রা। ফেনগাল-এর প্রভাবে ব্যাপক বৃষ্টির কারণে এই বিষাক্ত ফেনা ভেসে গিয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
নদী জুড়ে ভেসে চলেছে পেঁজা তুলোর মতো সাদা ফেনা, সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কিন্তু এই বিষাক্ত ফেনার কারণ কী? মনে করা হচ্ছে তামিলনাডু-কর্ণাটক সীমান্তে অবস্থিত কল-কারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ নদীর জলে ক্রমাগত ফেলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
ধারণা, এই কারখানাগুলি দূষণকারীকে জলের সিস্টেমে ডাম্প করার জন্য ভারী বৃষ্টিপাতকে কাজে লাগিয়েছে। যদিও আতঙ্ক বাড়ছে, বিষাক্ত ফেনা নদীর বাস্তুতন্ত্র, জলজ জীবন নষ্ট করছে দিনে দিনে, তা নিয়েই।
বিষাক্ত ফেনার ঘটনা হোসুরে এর আগেও অক্টোবর মাসে ঘটেছে। অন্যদিকে দীপাবলির আগে, যমুনার বিষাক্ত ফেনা রীতিমত উদ্বেগের পরিস্থিতি তৈরি করেছিল সাধারণের মধ্যে
