আজকাল ওয়েবডেস্ক : এটিএমে গিয়ে যেমনভাবে টাকা তুলতে সকলে অভ্যস্ত, এবার থেকে রেশনে গিয়েও সেভাবে টাকা তুলতে পারবেন। ওড়িশায় সম্প্রতি হয়েছে এমনই পাইলট প্রোজেক্ট। বায়োমেট্রিকের সহায়তায় ২৫ কেজি পর্যন্ত রেশন তোলার ব্যবস্থা করা হয়েছে। এরফলে লম্বা লাইনের ঝকমারি, রেশনে চুরি এবং কালোবাজারি থেকে সহজেই মুক্তি মিলবে।


ভারতে প্রথম ওড়িশাতে শুরু হল এই রাইস এটিএম। যদি এর সফল প্রয়োগ হয় তবে গোটা দেশেই আগামীদিনে এর ব্যবহার করা হবে। ওড়িশার খাদ্য সরবরাহ বিভাগ মন্ত্রী কুশানা চন্দ্র পাত্র শনিবার এর উদ্বোধন করেন। ভুবনেশ্বরে চালু হল এই রাইস এটিএম। এই এটিএম থেকে আপাতত শুধু চালই মিলবে। যাদের রেশন কার্ড রয়েছে তারা তাঁদের রেশন কার্ডের নম্বরটি এখানে দিতে হবে। এরপর বায়োমেট্রিক অপশনটি আসবে। সেখানে আঙুলের ছাপ দিলেই ২৫ কেজি চাল আনায়াসে রেশন এটিএম থেকে বেরিয়ে আসবে।


এদিন মন্ত্রী বলেন, এই কাজ এখন পরীক্ষামূলক হিসাবে শুরু করা হল। ভারতের মাটিতে প্রথম। যদি সফলভাবে করা যায় তখন বাড়ানো হবে এই রাইস এটিএম। ওড়িশার ৩০ টি জেলায় ছড়িয়ে দেওয়া হবে এই রাইস এটিএম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক দেশ, এর রেশন কার্ডের যে প্রকল্প চালু করেছেন তাকে পূর্ণতা দেবে এই রাইস এটিএম।