আজকাল ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং বিজেপি নেতৃত্বের একাংশ সুপ্রিম কোর্টকে নিশানা করেছেন। পাল্টা কথা শোনাতে ছাড়েননি বিচারপতিরাও। যা নিয়ে দেশজুড়ে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে  ভারসাম্যমূলক পদক্ষেপ করল কেন্দ্র। সরকারি সূত্রে জানিয়ে দেওয়া হল, 'বিচারব্যবস্থার সম্মান সর্বাগ্রে।'

সরকারের একটি উচ্চপদস্থ সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, "বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা সর্বাগ্রে। গণতন্ত্রের সকল স্তম্ভ বিকশিত ভারতের জন্য একসঙ্গে কাজ করছে। বিচার বিভাগ এবং আইনসভা একই মুদ্রার দু'টি দিক।" 

রাষ্ট্রপতিকে বিধানসভায় পাশ হওয়া বিলে সাক্ষরের সময়সীমা বেঁধে দেওয়ায় বিজেপি নেতাদের একাংসের বিষনজরে পড়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এরপর ওয়াকফ প্রতিবাদ সংক্রান্ত এক মামলা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের বিরুদ্ধে সরব হন সাংসদ নিশিকান্ত দুবে। দেশে গৃহযুদ্ধ হলে আদালতই দায়ী হবে বলে মন্তব্য করেন তিনি। এরপর সরব হন খোদ উপরাষ্ট্রপতি। আদালতকে 'সুপার পার্লামেন্ট' বলে তোপ দাগেন তিনি। ফলে বিতর্কের পারদ বাড়ে।

মঙ্গলবার এই বিতর্কে ঘি ঢালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ফের বিচারবিভাগকে নিশানা করেছেন তিনি। বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদই সর্বোচ্চ।" 

এরপরই কেন্দ্রের তরফে এরক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো হয় যে,  "বিচারব্যবস্থার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। গণতন্ত্রের সবকটি স্তম্ভই সমান্তরালভাবে কাজ করছে। বিচারব্যবস্থা এবং আইনসভা একই মুদ্রার এপিট-ওপিট।"