আজকাল ওয়েবডেস্ক: একটি গুজব। সেখান থেকেই তৈরি হয়েছিল নানা বিতর্ক। বাজার থেকে নাকি বাতিল হতে চলেছে ৫০০ টাকার নোট। এরপরই সকলের মধ্যে শুরু হয় টেনশন। সেখান থেকে তৈরি হয় আরও নতুন ধরণের গুজব।


তবে বিষয়টি নিয়ে একেবারে সোজাসাপটা হিসেব তুলে ধরল আরবিআই। তারা স্পষ্টভাবে জানিয়ে দিল এখনই বাজার থেকে তারা ৫০০ টাকার নোট ব্যান করার কোনও পরিকল্পলাই করছে না। ফলে এতদিন যেভাবে ৫০০ টাকার নোট নিয়ে নানা লেনদেনের কাজ চলত ঠিক তেমনভাবেই চলবে। সেখানে কোনও অসুবিধাই হবে না।


আসলে বিষয়টি নিয়ে গুজব তৈরি হয় যখন আরবিআই ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেয় বাজারে ১০০ এবং ২০০ টাকার নোটের যোগান বাড়াতে। ফলে ব্যাঙ্ক থেকে নগদ টাকা ছাড়াও এটিএমে এই দুটি নোট বেশি করে রাখার চিন্তাভাবনা করা হয়। তবে এরপরই গুজব রটে যায় বাজার থেকে নাকি ৫০০ টাকার নোট বাতিল হয়ে যাবে।


তবে আরবিআই স্পষ্ট করে জানিয়ে দিল এখনই বাজার থেকে ৫০০ টাকার নোট বাতিলের কোনও পরিকল্পনাই তাদের নেই। তারা শুধু বাজারে ১০০ এবং ২০০ টাকার নোটের সংখ্যা বাড়াতে চাইছে, আর কিছুই নয়। ৫০০ টাকার নোট যেভাবে এতদিন ধরে বৈধ ছিল আগামীদিনেও সেটাই থাকবে।


প্রসঙ্গত, কয়েকদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দেন বাজারে তারা খুচরো অর্থনীতিকে আরও চাঙ্গা করতে চাইছেন। ফলে সেখান থেকে তারা ছোটো নোটের ব্যবহার বাড়াতে চাইছেন। সেদিক থেকে দেখতে হলে বাজারে ১০০ এবং ২০০ টাকার নোটের ব্যবহার বাড়ানো হবে। 


কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, বাজার থেকে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হয়েছে। যে সামান্য ০.০২ শতাংশ নোট রয়েছে সেগুলিকেও বাজার থেকে তুলে নেওয়া হবে। 


অন্যদিকে ভারতের অর্থনীতিতে ডিজিটাল পেমেন্টের সংখ্যা বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ইউপিআই ১৬.৭৩ বিলিয়ন লেনদেন হয়েছে। যা টাকার হিসেবে প্রায় ২৩.২৫ লাখ কোটি টাকা। এই পরিস্থিতি আগামীদিনে আরও বাড়ানো হবে বলেও জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।