আজকাল ওয়েবডেস্ক: রায়বরেলি যাওয়ার পথে চুড়ওয়া হনুমান মন্দিরে পুজো দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে তিনি দলের স্থানীয় কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন। মঙ্গলবার চৌধুরী চরণ সিং বিমানবন্দরে নেমে তিনি রায়বরেলির দিকে যাত্রা করেন।
এদিন সড়কপথেই তিনি যাত্রা করেন। ৮০ কিলোমিটার পথ যাবেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের যাত্রাপথে তিনি এই হনুমান মন্দিরে পুজো দেন।
রায়বরেলির মানুষদের সঙ্গে রাহুলের সখ্যতা দীর্ঘদিনের। এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী একইসঙ্গে দুটি কেন্দ্রে ভোট লড়েন। আমেঠী এবং রায়বরেলি থেকে ভোট লড়েন রাহুল গান্ধী। দুটি আসনেই তিনি জয়লাভ করেন।
রায়বরেলি থেকে রাহুল জেতেন প্রায় ৪ লক্ষ ভোটে। অন্যদিকে আমেঠী থেকেও রাহুল মার্জিন ছিল অনেকটাই বেশি। তবে শেষবেলায় রায়বরেলিকেই বেছে নেন রাহুল। এবার সেখানকার মানুষদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে চান রাহুল।
এদিন সড়কপথেই তিনি যাত্রা করেন। ৮০ কিলোমিটার পথ যাবেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিজের যাত্রাপথে তিনি এই হনুমান মন্দিরে পুজো দেন।
রায়বরেলির মানুষদের সঙ্গে রাহুলের সখ্যতা দীর্ঘদিনের। এবারের লোকসভা ভোটে রাহুল গান্ধী একইসঙ্গে দুটি কেন্দ্রে ভোট লড়েন। আমেঠী এবং রায়বরেলি থেকে ভোট লড়েন রাহুল গান্ধী। দুটি আসনেই তিনি জয়লাভ করেন।
রায়বরেলি থেকে রাহুল জেতেন প্রায় ৪ লক্ষ ভোটে। অন্যদিকে আমেঠী থেকেও রাহুল মার্জিন ছিল অনেকটাই বেশি। তবে শেষবেলায় রায়বরেলিকেই বেছে নেন রাহুল। এবার সেখানকার মানুষদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে চান রাহুল।
