আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি তিনি আরও লিখলেন, গরিবদের অধিকার, আদিবাসীদের অধিকার রক্ষার জন্য ইন্ডিয়া জোট নিজেদের লড়াই করে যাবে। এই লড়াই তাঁদের জিততেই হবে। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল লেখেন এই কথা।
অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ইন্ডিয়া ব্লক একসঙ্গে লড়াই চালিয়ে যাবে। সামাজিক ন্যায়, অর্থনৈতিক অধিকার এবং দেশের উন্নতির বিরুদ্ধে লড়াই চলছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। প্রসঙ্গত, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতি শনিবার ৪৯ বছরে পা দিলেন। চলতি বছরের শেষেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। বর্তমান সরকারে জেএনএম এবং কংগ্রেস জোট রয়েছে। আগামীদিনেও এই জোট ফের বজায় থাকবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
রাহুল গান্ধীর এদিন উক্তি সেই জোটকেই আরও জোরদার করে দিল। অন্যদিকে বিরোধী শিবিরে থেকে বিজেপি যে এবারের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই জোটকে জোর ধাক্কা দেবে সেকথা এই দুই শিবির বিলক্ষণ জানেন। লোকসভা ভোটে ইন্ডিয়া জোট ভাল ফল করেছে। একধাক্কায় প্রায় দ্বিগুন আসন হয়েছে হাত শিবিরের। চারশো পার করার টার্গেটে বিজেপি তিনশো আসনও পার করতে পারেনি। সেদিক থেকে দেখতে হলে এবার বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিতে তৈরি ইন্ডিয়া জোট।
অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ইন্ডিয়া ব্লক একসঙ্গে লড়াই চালিয়ে যাবে। সামাজিক ন্যায়, অর্থনৈতিক অধিকার এবং দেশের উন্নতির বিরুদ্ধে লড়াই চলছে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। প্রসঙ্গত, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সভাপতি শনিবার ৪৯ বছরে পা দিলেন। চলতি বছরের শেষেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। বর্তমান সরকারে জেএনএম এবং কংগ্রেস জোট রয়েছে। আগামীদিনেও এই জোট ফের বজায় থাকবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
রাহুল গান্ধীর এদিন উক্তি সেই জোটকেই আরও জোরদার করে দিল। অন্যদিকে বিরোধী শিবিরে থেকে বিজেপি যে এবারের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই জোটকে জোর ধাক্কা দেবে সেকথা এই দুই শিবির বিলক্ষণ জানেন। লোকসভা ভোটে ইন্ডিয়া জোট ভাল ফল করেছে। একধাক্কায় প্রায় দ্বিগুন আসন হয়েছে হাত শিবিরের। চারশো পার করার টার্গেটে বিজেপি তিনশো আসনও পার করতে পারেনি। সেদিক থেকে দেখতে হলে এবার বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দিতে তৈরি ইন্ডিয়া জোট।
