আজকাল ওয়েবডেস্ক: গিয়েছিলেন স্বপ্ন সুন্দরীর দেখা পেতে। সুন্দরীর দেখা তো পেলেনই না, উল্টে জুটলো মারধর। ছিনতাই হয়ে গেল গলার সোনার চেনও। ডেটিং অ্যাপ-এর মাধ্যমে প্রতারণার আরও একটি ঘটনা ঘটল পুনের এক যুবকের সঙ্গে। আক্রান্ত ওই যুবক অভিযোগ দায়ের করেছেন পুনের মুন্ধোয়া থানায়।
ঠিক কী হয়েছিল সেদিন? পুনের হাদাপসর অঞ্চলের বাসিন্দা বছর ২৪-এর ওই যুবকের অভিযোগ, একটি ডেটিং অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয় তাঁর। প্রাথমিক আলাপচারিতার পর দেখা করার সিদ্ধান্ত নেন দু’জন। স্থির হয় হাদাপসর রেল স্টেশনের কাছে লক্ষ্মী লন বলে এক স্থানে দেখা করবেন তাঁরা। যুবক সময় মতো গন্তব্যে পৌঁছে যান। আর তার পরেই ঘটে বিপদ। যুবকের অভিযোগ জনা তিনেক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকাই ঘিরে ধরে তাঁকে। শুরু হয় মারধর। যুবকের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেন তাঁরা। যুবকের দাবি, গলার চেনটির দাম অন্তত ৪০ হাজার টাকা।
মুন্ধোয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ডাকাতি ও মারধরের মামলা রুজু করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ। প্রসঙ্গত, একই ধরনের অভিযোগ দিন দুয়েক আগেই উঠে এসেছিল গাজিয়াবাদ থেকে। ডেটিং অ্যাপের ফাঁদে পড়ে দেড় লক্ষ টাকা খুইয়েছিলেন এক যুবক। যে হারে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার ঘটনা বাড়ছে, তাতে এই ধরনের অ্যাপ ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
