আজকাল ওয়েবডেস্ক: সংসদের অধিবেশন, সাংসদদের একাধিক ইস্যুতে সুর চড়ানোর বিষয়ের দিকে নজর থাকে সব পক্ষের। এবার ফের শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। এখন নতুন সংসদ ভবনে অধিবেশনগুলি বসে। নভেম্বরের শুরুতেই জানা গেল শীতকালীন অধিবেশনের দিনক্ষণ।

নভেম্বরের ২৫ তারিখ শুরু হবে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের দ্বিতীয় দিনে, ২৬ নভেম্বর সংবিধানের ৭৫ বছরে পালিত হবে সংবিধান দিবস। 

চারটি রাজ্যের বিধানসভা ভোটের পর, এক দশক পর হওয়া কাশ্মীরের বিধানসভা নির্বাচনের পর প্রথম অধিবেশন বসছে সংসদে। এক দেশ এক ভোট, ওয়াকফ বিল-সহ একাধিক বিষয়ে এই অধিবেশনে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।এক দেশ এক ভোট মূলত ২০১৯ সালে বিজেপির নির্বাচনী ইশতেহারে ছিল।

সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছিল ২২ জুলাই থেকে। শেষ হয় ৯ আগস্ট। বাদল অধিবেশনেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছিল বিজেপি সরকার।