আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ২২শে এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল ৩টায় এই অঞ্চলের প্রত্যন্ত তৃণভূমি বৈসরনে চার থেকে ছয় জন জঙ্গি পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এই বছর কাশ্মীরে পর্যটকদের উপর এটিই প্রথম আক্রমণ। সর্বশেষ এই ধরণের ঘটনা ঘটেছিল ২০২৪ সালের মে মাসে, পাহেলগাঁওয়ে। ওই সময় জঙ্গি হামলায় দুই পর্যটক আহত হয়েছিলেন। এই ভয়াবহতার মধ্যে, ভারতীয় সেনাবাহিনীর ঘটনাস্থলে কোনও রকমে প্রাণে বেঁচে যাওয়া আতঙ্কিত পর্যটকদের সান্ত্বনা দেওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে দেখে মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নামতে বাধ্য।
ভিডিওটির শুরুতেই দেখা যাচ্ছে, একজন ব্যক্তি ভারতীয় সেনার সদস্যদের বলছেন যে জঙ্গিরা দশটি ভিন্ন দিক থেকে গুলি চালিয়েছে। সেনারা যখন ভীত পর্যটকদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন বেঁচে যাওয়া কয়েকজন পর্যটককে চিৎকার করতে দেখা গিয়েছে। ভীত-সন্ত্রস্ত পর্যটকরা সেনাদের জঙ্গি ভেবে চিৎকার করতে শুরু করেন।
একটি বিশেষ হৃদয় বিদারক মুহূর্তে দেখা যায় যে, একজন মহিলা অঝোরে কেঁদে চলেছেন। সেনার কাছে তাঁর সন্তানদের একা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন। সেই সময় এক সেনাকর্মী বলে ওঠেন, "আরে বসুন বসুন, আমরা সেনা। আপনাদের সুরক্ষার জন্য এসেছি।"
These were just tourists out to enjoy their day with their families. Their cries and tears will haunt us all. Never forget. Never forgive. Ever.
— Rohini Singh (@rohini_sgh)
pic.twitter.com/jBBdwr65hATweet by @rohini_sgh
পরে ওই মহিলাকে বলতে শোনা যায় যে, হামলার সময় জঙ্গিরা তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে।
হামলকারীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার তদন্তের জন্য বিষয়টিজাতীয় তদন্ত সংস্থা (NIA) এর কাছে হস্তান্তরের কথা বিবেচনা করছে।
(ভিডিওটিতে সহিংসতা, মানসিক আঘাত এবং যন্ত্রণাদায়ক দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে। যা কিছু পাঠকের কাছে অস্বস্তিকর হতে পারে। দর্শকদের বিবেচনার করে ভিডিওটি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।
