আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলা। নিরপরাধ মানুষদের হত্যা। উপত্যকার রক্তের দাগ, হাহাকার। ২২ এপ্রিলের ঘটনার প্রেক্ষিতে ৬মে-র মধ্যরাত, ৭মে-র ভোররাতে ভারত হামলা চালায় একাধিক পাক এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে।

‘অপারেশন সিঁদুর’-এ গুড়িয়ে দেওয়া হয় ন’টি জঙ্গি ঘাঁটি। অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যে তথ্য প্রচার। সতর্ক করেও লাভ হয়নি। ভারতে এক্স হ্যান্ডেলে নিষিদ্ধ হল তুরস্ক এবং চিনের একগুচ্ছ প্রচারমাধ্যম। একাধিক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে  খবর তেমনটাই।


সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় সেনা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে, চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এবং শিনহুয়া সংবাদ সংস্থার এক্স হ্যান্ডেল নিষিদ্ধ করা হয়েছে ভারতে। এর আগেও বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে গ্লোবাল টাইমস-কে সতর্ক করে বলা হয়েছিল, ভুল তথ্য ছড়ানোর আগে যাচাই করে নিতে।

?ref_src=twsrc%5Etfw">May 7, 2025

 

বেশকিছু পাকিস্তান সমর্থিত প্রচারমাধ্যম লাগাতার অপারেশন সিঁদুর নিয়ে জনগনের সামনে ভুল তথ্য পরিবেশন করছে এবং জনমানসে ভুল ধারণা তৈরি করছে বলে অভিযোগ। চিনের প্রচারমাধ্যমের সঙ্গেই তুরস্কের প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড-এর এক্স হ্যান্ডেলও নিষিদ্ধ হয়েছে ভারতে।