আজকাল ওয়েবডেস্ক:  ভারত মানেই বিরাট এক দেশ। এর প্রতিটি অলিতে গলিতে লুকিয়ে থাকে নানা ধরণের ইতিহাসের কথা। তবে ভারতের এমন একটি জেলা রয়েছে যেখানে দুটি রাজ্যকে ভাগ করা রয়েছে।


ভারতের মাটিতে মোট ৭৮৮ টি জেলা রয়েছে। এই জেলাগুলি গোটা দেশের সমস্ত রাজ্যে ভাগ করা রয়েছে। তবে এটা হয়তো অনেকে জানেন না এখানে এমন একটি জেলা রয়েছে যে দুটি রাজ্যকে যোগ করেছে। মানে হল এর অবস্থান এমন রয়েছে যেখানে দুটি রাজ্য ভৌগলিকভাবে তার মধ্যে পড়ে গিয়েছে।


ভারতের সেই জেলার নামটি হল চিত্রকূট। এমনিতেই এটি এমন একটি জেলা যেখানে প্রচুর ইতিহাসের ছোঁয়া রয়েছে। এখানে বছরে প্রচুর মানুষ এসে ঘুরে যান। এই জেলাটি উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশকে যুক্ত করেছে। চিত্রকূটের চারটি তহসিল কারভি, রাজাপুর, মৌ এবং মানাকপুর রয়েছে উত্তরপ্রদেশের মধ্যে। আর চিত্রকূট নগর রয়েছে মধ্যপ্রদেশের মধ্যে। ভারতের মধ্যে এই দুটি রাজ্যকে যোগ করেছে এই জেলাটি।

 


এই বিভাগের জন্য এখানকার মানুষরা একই জেলা থাকার পরও দুটি রাজ্যের সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকেন। দুটি রাজ্যের নিয়ম, আইন এখানে প্রয়োগ করা হয়। আসলে এখানকার পাহাড়ি অবস্থান এমন রয়েছে যে সেখান থেকে দুটি রাজ্যের সীমানা এক হয়ে গিয়েছে। চিত্রকূটের বেশিরভাগ অংশই রয়েছে উত্তরপ্রদেশে এবং সামান্য কিছু অংশ রয়েছে মধ্যপ্রদেশে।

 


কথিত রয়েছে এখানে ভগবান রাম, সীতা এবং লক্ষণকে নিয়ে এসেছিলেন। তাই প্রথম থেকেই এই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই বেশি। স্থানীয়রা মনে করেন এখানকার কামাদগিরি পাহাড়ে রাম বাস করেছিলেন। এছাড়া গুপ্ত গোদাবরী গুহাতে তারা তিনজন বহুদিন ধরে বাস করেছিলেন। ভক্তদের কাছে হনুমান ধারা, সতী অনুসূয়াকে নিয়ে নানা ধরণের গল্প রয়েছে। পাশাপাশি মন্দাকিনী নদী এখানকার মানুষকে নতুন মাত্রা দিয়েছে। 


ভারতের মতো দেশে যেখানে প্রচুর বৈচিত্র্য রয়েছে সেখানে এই জেলাটি নিজের মতো করেই সকলকে যেন আপন করে নিয়েছে। যদিও এখানে দুটি রাজ্যের শাসন রয়েছে তবুও তাতে কোনও অসুবিধা হয় না এখানকার বাসিন্দাদের। তারা নিজের মতো করেই এখানে থাকেন।