আজকাল ওয়েবডেস্ক : ভারত সরকার দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ সরকারী স্কিমের সুবিধা পায়। সরকার বেশিরভাগ স্কিম গরিব ও অসহায় মানুষের স্বার্থে চালু করে। আজও অনেক মানুষ আছেন যারা দু’মুঠো খাবার জোগাড় করতে পারেন না।
সরকার এইসব মানুষকে কম দামে রেশন দেয়। এর জন্য, ভারতের বিভিন্ন রাজ্য সরকার রেশন কার্ড প্রদান করে। রেশন কার্ডধারীরা শুধু কম দামে রেশন পাওয়ার সুবিধা পান না, সরকারের অন্যান্য সুবিধাও তারা পেয়ে থাকেন। এখন, রাজ্যে রেশন কার্ডধারীদের মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।
রেশন কার্ডধারীদের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কম দামে রেশন দেওয়া হয়। কিন্তু এখন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় সরকার রেশন কার্ডধারীদের খুব কম দামে গ্যাস সিলিন্ডার দেবে। সরকার এখন রেশন কার্ডধারীদের মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার প্রদান করবে।
রাজস্থান সরকার শুধু উজ্জ্বলা স্কিমের অধীনে সুবিধাভোগীদের ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দিত। তবে, এখন রাজ্য সরকার এই সুবিধা রেশন কার্ডধারীদেরকেও প্রদান করছে। তবে, এর জন্য রেশন কার্ডধারীদের তাদের রেশন কার্ড এলপিজি আইডির সাথে লিঙ্ক করতে হবে। তবেই তারা এই সুবিধা পাবেন।
বর্তমানে রাজস্থানে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় ১,০৭,৩৫০০০ পরিবারের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৩৭ লাখ পরিবার ইতিমধ্যেই BPL এবং উজ্জ্বলা যোজনার অধীনে সুবিধা পাচ্ছে। এখন বাকি ৬৮ লাখ পরিবার এই সুবিধা পাবে।
এই সুবিধা পেতে রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ, তাদের শুধুমাত্র এলপিজি আইডি রেশন কার্ডে সিড করতে হবে না, তাদের আবারও আয়ুষ্মান ভারত বা আধার কার্ড লিঙ্ক করতে হবে। শুধুমাত্র তখনই তারা স্কিমের সুবিধা নিতে পারবেন।
