আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল লক্ষ লক্ষ মানুষের জীবনের অঙ্গ। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং দেশের বিভিন্ন প্রান্তকে যুক্ত করতে বিশাল ভূমিকা পালন করে। প্রতিদিন, হাজার হাজার ট্রেন দেশ জুড়ে চলাচল করে, লক্ষ লক্ষ যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। ভারতীয় রেল প্রতিদিন গড়ে প্রায় ১৩,০০০ যাত্রীবাহী ট্রেন পরিচালনা করে। রাজধানী, শতাব্দী, দুরন্ত এবং বন্দে ভারত এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেন থেকে শুরু করে নিয়মিত মেল, যাত্রী, লোকাল ট্রেন এবং ডিএমইউ পর্যন্ত, দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী সকলের প্রয়োজনের জন্য ট্রেন রয়েছে।
ভারতীয় রেলের আয়ের একটি বড় অংশ পণ্য ও সামগ্রী সরবরাহ থেকে আসে। একটি বড় অংশ আসে যাত্রীবাহী ট্রেন এবং সেই ট্রেনের টিকিট বিক্রি থেকে। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন ট্রেন রেলের জন্য সবচেয়ে বেশি আয় করে। আশ্চর্যজনকভাবে, এটি আধুনিক বন্দে ভারত বা বিখ্যাত শতাব্দী নয়। সবচেয়ে বেশি আয় করা ট্রেনটি হল রাজধানী এক্সপ্রেস। বিশেষ করে দিল্লির হযরত নিজামুদ্দিন এবং কেএসআর বেঙ্গালুরু সিটি জংশনের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস।
ভারতীয় রেলের ওয়েবসাইটে উপলব্ধ তথ্য অনুযায়ী, এই বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস ২০২২-২৩ অর্থবছরে ১৭৬ কোটি টাকা আয় করেছে। অর্থাৎ এক বছরে ১.৭৬ বিলিয়ন টাকারও বেশি। সেই সময়ে প্রায় ৫০৯,৫১০ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করেছিলেন। এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেস পরিবারের অংশ। এটি ভারতের রাজধানীকে প্রধান শহরগুলির সঙ্গে যুক্ত করেছে। এই ক্ষেত্রে দিল্লিকে প্রযুক্তি কেন্দ্র বেঙ্গালুরুর সঙ্গে।
