আজকাল ওয়েবডেস্ক:  এক মার্চ থেকে শুরু হল নতুন নিয়ম। এই নতুন নিয়মে এলপিজি সিলিন্ডারের দাম, এফডি রেট, ইউপিআই পেমেন্ট, জিএসটি প্রভৃতি জিনিসগুলোর দাম বদলাতে চলেছে।  
 


কী কী নিয়ম শুরু হয়েছে?  
বিনিয়োগকারীরা এখন মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ ১০ জনকে মনোনীত করতে পারবেন। 
বিনিয়োগকারীদের অবশ্যই ব্যক্তির প্যান, আধার এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর সহ বিস্তারিত তথ্য দিতে হবে। 
এর সঙ্গে দাম বদলাতে চলেছে এলপিজি সিলিন্ডারের। এয়ার টারবাইন জ্বালানি, সিএনজি এবং পিএনজি নতুন দামও ঘোষণা করে। 
কিছু ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিট সুদের হারও কমাতে পারে। করের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসবে। টিডিএসের সর্বোচ্চ সীমা সংশোধন করার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জিএসটি পোর্টালের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। নতুন নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার জন্য আইটি সিস্টেম আপডেট করতে হবে। যাতে অনলাইন পরিবেশে স্বচ্ছতা বজায় থাকে। 
 
১ মার্চ থেকে এই পরিবর্তন হওয়ার ফলে কর এবং নিরাপত্তার উপর সরাসরি প্রভাব পড়বে।