আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ প্রয়াত হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। তাঁর আত্মার শান্তি কামনা করে, পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছেন দেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতিতে আসে উদারীকরণ। এক কথায় দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন তিনি।

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংজি এমন এক বিরল রাজনীতিবিদ ছিলেন, যিনি একইসঙ্গে শিক্ষা ও প্রশাসনের জগতে সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তিনি ভারতের অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জাতির সেবার জন্য, তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণ আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। আমি ভারতের এই মহান সন্তানের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা প্রকাশ করছি’। 

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024

 

 

এদিন ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পেয়েই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির আকস্মিক প্রয়াণে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমি তাঁর সঙ্গে কাজ করেছি এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় খুব কাছ থেকে তাঁকে দেখেছি। তাঁর পাণ্ডিত্য ছিল প্রশ্নাতীত। তাঁর নেতৃত্বে যে আর্থিক সংস্কারগুলি চালু হয়েছিল তা দেশের সর্বত্র স্বীকৃত। দেশ একজন বড় নেতৃত্বকে হারাল। আমি তাঁর স্নেহকে সবসময় মনে রাখব। তাঁর পরিবার, বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা’। অর্থনীতিতে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদান নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2024

 

 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘ভারতের অন্যতম বিশিষ্ট নেতা ডঃ মনমোহন সিংজির প্রয়াণে শোকাহত। একজন সম্মানিত অর্থনীতিবিদ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সরকারের বিভিন্ন পদে কাজ করেছেন, তিনি। পালন করেছেন অর্থমন্ত্রীর দায়িত্বও। বছরের পর বছর আমাদের অর্থনৈতিক নীতিতে শক্তিশালী ছাপ রেখেছেন তিনি। সংসদে তাঁর বক্তৃতাগুলি ছিল অত্যন্ত অন্তর্দৃষ্টিপূর্ণ। প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাধারণ মানুষের জীবনের মানোন্নয়নের চেষ্টা করে গেছেন বরাবর’। চলতি বছরই রাজ্যসভার সাংসদের পদ ছেড়েছিলেন ডঃ মনমোহন সিং।