আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি দিয়ে নতুন ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে তাঁদের অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

চিঠিতে তিনি লেখেন, “এই অন্ধকার সময়ে আপনারা যে স্পষ্টতা ও সাহসিকতা দেখিয়েছেন, তা একটি আশার আলো। আপনারা ন্যায় ও ভারতের অন্তর্ভুক্তিমূলক ভাবনার পক্ষে দাঁড়িয়েছেন।”

তিনি অভিযোগ করেন, নতুন ওয়াকফ আইন সংখ্যালঘুদের, বিশেষত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত। এটি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের মতোই একটি ধারাবাহিক ‘অবিচার’।

এদিকে জম্মু ও কাশ্মীর বিধানসভায় ওয়াকফ আইন নিয়ে আলোচনা বন্ধ রাখার জন্য ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে বিরোধীরা ‘ফিক্সড ম্যাচ’-এর অভিযোগ তুলেছে। স্পিকার আব্দুল রহিম রাঠার বিষয়টি বিচারাধীন বলে আলোচনার অনুমতি দেননি।