আজকাল ওয়েবডেস্ক: ট্রেনের দিকে লক্ষ্য করে জল ছুড়েছিলেন এক ব্যক্তি। ভিজে যাচ্ছিলেন যাত্রীরা। এই ভিডিও সমাজমাধ্যমে নিমিষে ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও দেখে রেগে লাল নেটিজেনরা। এমনকি ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও করা হয়েছে।
সম্প্রতি সমাজমাধ্যমে একটি বিরল দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে রেললাইনের কাছে থাকা জলের পাইপের কাছে যেতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। তারপরেই দেখা গেল ওই ব্যক্তি রেলের দিকে জল ছুড়ছে। তাও আবার কোনও কারণ ছাড়াই। তাঁর কাণ্ডের জেরে ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা রীতিমতো ভিজে কাক হয়ে যান।
ভিডিওটি রবিবার সমাজমধ্যেমে পোস্ট হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। হু-হু করে বাড়ে ভিউ। যে কোনও সময় ঘটে যেতে পারত বড়সড় কোনও দুর্ঘটনা। ভিডিওটি দেখে এমন মন্তব্য করেছেন বেশিরভাগ মানুষ। অনেকেই আবার ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন। কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে নেটিজেনদের।
