আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়িতে একসঙ্গে হুল্লোড়, এ তো চেনা দৃশ্য। কিন্তু কখনও কখনও মজা, ঠাট্টার মাঝেই ঘটে বিপত্তি। কারও কারও আচরণ দৃষ্টিকটু মনে হলেই, শুরু হয় চরম ঝামেলা। বিয়েবাড়ির অগণিত মজার ভিডিওর মাঝে, একটি ঝামেলার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিয়েবাড়িতে দুই তরুণ-তরুণী মুখোমুখি দাঁড়িয়ে নাচ করছেন। ভিডিওটি কোনও একটি বিয়ের হলদির অনুষ্ঠানের সময়ের। তরুণ-তরুণীর পাশেই নাচ করছিলেন অনেকে মিলে। ভিডিওতে দেখা যায়, তরুণীকে নাচ করতে করতে ভাললাগার অনুভূতি বোঝাতে চাইছেন তরুণ। দু'জনে চুটিয়ে মজা করছেন সেই সময়ে। বিষয়টি তরুণীর দাদার চোখে পড়তেই ঘটল বিপত্তি।
তখনই নাচের মঞ্চে ছুটে আসেন যুবক। বোনকে সরিয়ে নিয়ে যান। পাশাপাশি ওই তরুণকেও মারতে শুরু করেন। ধাক্কা দিয়ে ফেলে দেন মঞ্চে। বোনের হাত ধরে নাচের মঞ্চ থেকে টেনে নিয়ে যান দাদা। এই সময়ে বাকিরাও হকচকিয়ে যান। যদিও বিষয়টিতে বেজায় মজা পেয়েছেন নেটিজেনরা।
একজন লিখেছেন, 'দুনিয়ার সব দাদারাই এমন। বোনের সঙ্গে কাউকে ঘনিষ্ঠ হতে দেখলেই রেগে আগুন হয়ে যান।' আবার একজন লেখেন, 'পরিবারের সামনে ফ্লার্ট করতে গেলে মার তো খেতেই হবে।'
