আজকাল ওয়েবডেস্ক: ভাইঝির বিয়ে। কিন্তু তাতে খুশি ছিলেন না মোটেই। উল্টে সেই বিয়ে মেনে নিতে পারেননি বলে, রাগে, ক্ষোভে চরম পথ বেছে নিয়েছিলেন ব্যক্তি। যদিও শেষমেশ ধরা পড়েছেন পুলিশের জালে।
ঘটনাস্থল মহারাষ্ট্রের কোলাপুর। মঙ্গলবার বিকেলে পনহেলার উতরে গ্রামে এই ঘটনা ঘটে। ব্যক্তির নাম মহেশ পাতিল। জানা গিয়েছে, পাতিলের ভাইজি গ্রামেরই একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েন, বিয়েও করেন তাঁকেই।
পাতিল কোনওভাবেই এই বিয়ে মেনে নিতে পারেননি। পুলিশ জানিয়েছে বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য যখন খাবার তৈরি হচ্ছিল, তখনই খাবারের মধ্যে বিষ মেশানো হয়। জানা গিয়েছে, তিনি সর্বসমক্ষে খাবারে বিষ মেশানোর চেষ্টা করেন। অথিতিরা তাঁকে আটকানোর চেষ্টা করেন। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাতিলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার কথা প্রকাশ্যে আসায়, কেউ ওই খাবার খাননি। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
