আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়ানোর লোভ গ্রাস করেছে কমবেশি সকলকেই। ইদানিং আট থেকে আশি, সকলেই এই নেশায় মেতে। কীভাবে ভিডিও, ছবি, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানো যায়, সেই খেলায় মেতে‌ উঠেছেন অনেকেই। জনপ্রিয় হওয়ার লোভে জীবনে ঝুঁকি নিতেও পিছপা হন না অনেকে। 

 

কখনও কখনও পরিণতি হয় ভয়ঙ্কর। কেউ চলন্ত ট্রেনের উপরে উঠে ভিডিও বানান, কেউ বা পাহাড়ের খাদে দাঁড়িয়ে নাচ করেন, কখনও ভরা রাস্তায় গাড়ি চলাচলের মাঝেও রিল শুট করতে দেখা গেছে তরুণ, তরুণীদের। পোস্টটি যাতে সকলের নজর কাড়ে, তার জন্য প্রাণ বাজি রাখতেও দ্বিধাগ্রস্ত হন না কেউ। 

গত কয়েক বছর আগেও ভয়ঙ্কর স্টান্ট, নাচ-গানের ভিডিও বানিয়ে জনপ্রিয়তা কুড়ানোর চেষ্টা করতেন অনেকেই। ইদানিং শুরু হয়েছে খাওয়াদাওয়ার ভিডিও বানানোর চল। স্বাস্থ্যের কথা না ভেবেই, শুধুমাত্র জনপ্রিয় হয়ে ওঠার চাহিদায় ঝুঁকি নিয়ে অস্বাস্থ্যকর খাবার, পানীয় খাওয়ার ভিডিও বানাচ্ছেন অনেকেই। 

 

আরও পড়ুন: তিনবার বিয়ে করেও যৌনসুখ মেলেনি, প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন, মায়ের কীর্তিতে চরম পরিণতি ৬ মাসের কন্যার

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন এক ভিডিও।‌ যে ভিডিওতে দেখা গেছে দুই যুবককে। একজনের হাতে রয়েছে একটি থালা। তাতেই একপাশে রয়েছে লঙ্কার গুঁড়ো। আরেক পাশে রয়েছে এক মুঠো কাঁচা লঙ্কা। লাল লঙ্কার গুঁড়োর মধ্যে সেই কাঁচা লঙ্কা মাখিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন দুজনে। লঙ্কায় কামড় দেওয়ার পরেই দুজনের চোখ দিয়ে জল গড়াতে শুরু করে। 

 

ঝাল লাগায় ছটফট করলেও, চিবিয়ে চিবিয়ে লঙ্কা খাওয়া ছাড়েননি কেউ। কাঁদতে কাঁদতেই ভিডিওটি শুট করেন তাঁরা। এদিকে যুবকের ধারণা ছিল, ভিডিওটি দেখে অনেকেই তাঁদের প্রশংসায় ভরিয়ে দেবেন। নিদেনপক্ষে বাহবা দেবেন। কিন্তু ঘটল উল্টোটা। দুই যুবকের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুললেন নেটিজেনরা। 

 

?ref_src=twsrc%5Etfw">August 18, 2025

ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে হু হু করে ছড়িয়ে পড়েছে। সকলেই মজার কমেন্ট করেছেন তাতে। ভিডিওটি দেখতে মজার হলেও, এটি আসলে একটি বিপজ্জনক স্টান্ট। একজন লিখেছেন, 'ভাই লাইক জীবনে অনেক পাবেন। আগে নিজের স্বাস্থ্যের কথা ভাবুন।' আরেকজন লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে আদৌ কি কোনও টাকা পেলেন? বরং শরীরের যা ক্ষতি করলেন, তাতেই হাজার হাজার টাকা বেরিয়ে যাবে।' 

 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত ঝাল খাবার এবং লঙ্কা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। একাধিক জটিল অসুখেও আক্রান্ত হতে পারেন। এই ধরনের খাবার খেলে পেটের অসুখ, বুক জ্বালা করা, গ্যাস্ট্রিকের সমস্যা, আলসার, পেট জ্বালা করার মতো অসুখে ভুগতে পারেন। অনেক সময় রক্তচাপ বেড়ে যেতে পারে এমন খাবার খেলে। রক্তচাপ বেড়ে গেলে হার্ট অ্যাটাকেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 

 

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠার দৌড়ে নিজেদের বিপজ্জনক দিকে ঠেলে দিচ্ছে যুবসমাজ। এর জেরে অজান্তেই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হচ্ছে শরীর। যারা এই ধরনের ভিডিও বানিয়ে ভাবছেন, এক রাতেই কন্টেন্ট ক্রিয়েটার বা জনপ্রিয় হয়ে ওঠা যাবে, তাঁরা আসলে নিজেদের সর্বনাশ করছেন। কয়েক মিনিটের কাজেই জীবন শেষ হতে পারে। স্বাস্থ্যের অবনতি ঘটে চরম পরিণতিও হতে পারে।