আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দিরের গর্ভগৃহের ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেও পার পেলেন না তিনি। রামলালার মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়েই ঘটল বিপত্তি। মন্দিরের কড়া নিয়মবিধি অমান্য করায়, তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরে লক্ষাধিক মানুষের সমাগম হয়। মন্দিরে ঢোকার মুখে নিরাপত্তারক্ষীরা সকল দর্শনার্থীদের উপর কড়া নজর রাখেন। সব চেকিং পয়েন্ট পেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেন ওই যুবক। সেই সময় তাঁর চোখে সানগ্লাস ছিল। যার জন্য প্রাথমিকভাবে কেউই সন্দেহ করেননি।
আচমকা দেখা যায়, গর্ভগৃহের মধ্যে ক্যামেরার ফ্লাশ লাইট জ্বলে উঠছে বারবার। তখনই যুবককে দেখে এক নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়। তৎক্ষণাৎ তাঁকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় চশমাটি। খতিয়ে দেখার পর জানা গিয়েছে, চশমার মধ্যেই ছিল গোপন ক্যামেরা। চোখে চশমা পরেই গোপন ক্যামেরা দিয়ে মন্দিরের ছবি তুলছিলেন তিনি। এদিকে মন্দিরের নিয়ম অনুযায়ী, গর্ভগৃহের ছবি কেউ তুলতে পারবেন না। নিরাপত্তার কারণেই এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবক পেশায় একজন ব্যবসায়ী। রামলালার ছবি তুলতে ৫০ হাজার টাকা খরচ করে চশমায় গোপন ক্যামেরা লাগিয়েছিলেন তিনি। কেন ছবি তুলছিলেন, তা ঘিরে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।
