আজকাল ওয়েবডেস্ক: কুকুরের কীর্তিতে তিতিবিরক্ত প্রতিবেশীরা। অভিযোগ জানিয়েছিলেন সেই কুকুরের মালিককে। সমাধানের বদলে উল্টে প্রতিবেশীদের বিরুদ্ধেই ফোণস করে উঠেছেন পোষ্যপ্রেমী মহিলা। সেখানেই থামেননি তিনি। অভিযোগ, বাদানুবাদের পর প্রতিবেশীদের নানা অশালীন ভাষা প্রয়োগ করে কটূক্তি করেন ওই মহিলা। জাতিগত অপবাদ দেন। এমনকি এলাকার শিসুদেরও নিগ্রহ করেন। যা বরদাস্ত করতে না পেরে পুলিশে ওই কুকুরের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রতিবেশীরা। এই ঘটনা মহারাষ্ট্রের থানে জেলায় শাহাপুর এলাকার।
প্রতিবেশীদের অভিযোগ, ওই মহিলার পোষ্য কুকুর প্রচণ্ড হিংস্র। যাকে তাকে কামড়ে দেয়। ধাওয়া করে। এলাকার বাচ্চারা ভয়ে তটস্থ হয়ে থাকে। মহিলাকে সমাধানের জন্য বললেও তিনি কোনও পদক্ষেপ করেন না।
শিশুদের বাবা, মা অভিযোগ জানালে ওই মহিলা আরও রেগে যান। কুকুরকে উক্তক্ত করার জন্য উল্টে বাচ্চাদের উপরই দায় চাপান। এরপর অভিযুক্ত ৩, ৭ এবং ৮ বছর বয়সী তিন শিশুকে নির্যাতন করে বলে অভিযোগ।
প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে, পুলিশ মহিলার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং কিশোর বিচার (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইনের ধারা অনুসারে মামলা দায়ের করেছে। তবে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
