আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর থেকে রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। বিভিন্ন সময় তেলের কোম্পানিগুলি তেলের দামে নানা ধরণের রদবদল করে থাকে। ফলে সেদিক থেকে দেখতে হলে রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে তা নিয়ে তৈরি হয় বাড়তি চিন্তা। 

 


১৯ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে রয়েছে ১৮১৮.৫০ টাকা রয়েছে। মুম্বইতে এই দাম রয়েছে ১৭৭১ টাকা। কলকাতা এবং চেন্নাইতে এই দাম একই রয়েছে বলেই খবর মিলেছে। তবে এটি হল শেষবার দামবৃদ্ধির পর যে দামে সকলে এলপিজি কিনেছেন সেটির দাম।


চেন্নাইতে ১৯ কোজি সিলিন্ডারের দাম রয়েছে ১৯৮০.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি গ্যাসের দাম রয়েছে ১৯২৭ টাকা করে। ২০২৪ সালে ১৯ কেজি গ্যাসের দাম বেশ কয়েকবার বেড়েছে। ফলে সেখান থেকে দেখতে হলে নতুন বছরে ফের এই দাম বাড়তে পারে বলেই জানতে পারা গিয়েছে। 

 


অন্যদিকে ১৪.২ কেজি রান্নার ঘরের গ্যাসের দাম ১ আগস্ট থেকে একই রয়ে গিয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত এই দাম বিশেষ হেরফের হয়নি। দিল্লিতে এই দাম রয়েছে ৮০৩ টাকা। কলকাতায় রয়েছে ৮২৯ টাকা। মুম্বইতে রয়েছে ৮০২.৫০ টাকা। চেন্নাইতে রয়েছে ৮১৮.৫০ টাকা।


জানা গিয়েছে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দামে এখন খুব একটা পরিবর্তন হয়নি। ফলে সেদিক থেকে স্বস্তি রয়েছে সকলের মধ্যে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি ফের নতুন বছরে ফের ক্রুড তেলের দাম কমে বা বাড়ে তাহলে রান্নার গ্যাসের দাম ফের বাড়তে পারে। 

 


২০২৫ সালের বাজেটে যদি তেলের কোম্পানিগুলিকে কর নিয়ে খানিকটা স্বস্তি দেয় কেন্দ্রীয় সরকার তাহলে কমতে পারে এই দাম। এবিষয়ে সহমত পোষণ করেছে সিআইআই। তবে সেখানে যদি তা না হয় তাহলে ফের নতুন করে রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।