আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশ তিন মহিলা-সহ ২১ জন পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে সহায়তাকারী তথ্যের জন্য ১০,০০০ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত নগদ পুরস্কার ঘোষণা করেছে। রবিবার এই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য প্রশাসনের এক আমলা। 

পলাতকদের একটি পৃথক তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে আইনজীবী এবং রাজনৈতিক কর্মীও রয়েছেন।

পুলিশ জানিয়েছে, তালিকায় নাম থাকা ২১ জনের মধ্যে ১২ জন ব্যক্তির জন্য ২০,০০০ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছেষ এরা হলেন- রাম প্রতাপ সিং, রাহুল সিং, দীপক জাদৌন, শ্রোত গুপ্তা, নারায়ণ ভাদৌরিয়া, অনুপ শুক্লা, সঞ্জয় উপাধ্যায়, আরিদামান সিং, মেরাজুল হক, শ্যাম সুন্দর প্রজাপতি, অভিষেক কাটিয়ার এবং শিবম রাঠোর।

আরও পড়ুন-  সংসদের বাদল অধিবেশন শুরু: চড়ছে রাজনৈতিক পারদ, বিরোধীদের আক্রমণের মুখে সরকার

পুলিশ আরও জানিয়েছে, বেশিরভাগ ওয়ান্টেড ব্যক্তি প্রতারণা, জাল নথি ব্যবহার করে জালিয়াতি এবং অপরাধমূলক ভয় দেখানোর মতো গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) সত্যজিৎ গুপ্তা বলেছেন যে, পলাতক মহিলা বিভা সচান, কামিনী ত্রিপাঠী এবং প্রীতি সিং-এর সন্ধান দিতে পারলেও পুরষ্কার ঘোষণা করা হয়েছে, যাদের প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে খোঁজা হচ্ছে।