আজকাল ওয়েবডেস্ক:‌ ২ মে থেকে খুলে যাচ্ছে কেদারনাথের দরজা। আর ৪ মে থেকে খুলবে বদ্রীনাথের দরজা। শুক্রবার কেদারনাথ–বদ্রীনাথ মন্দির কমিটি (‌বিকেটিসি)‌ এই তথ্য জানিয়েছে। মন্দির কমিটির তরফে বিশেষজ্ঞ দল কেদারনাথে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার সন্ধেয় ওই দলের প্রতিনিধিরা কেদারনাথে যান। তাঁদের কাছ থেকে তথ্য পাওয়ার পর মন্দির কমিটি ঘোষণা করে দেয়, কেদারনাথ ২ তারিখ থেকে খোলা হবে। আর বদ্রীনাথ ধামের দরজা খোলা হবে ৪ মে। 


মন্দির কমিটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‌মদমহেশ্বর মন্দির (দ্বিতীয় কেদার) ২১ মে থেকে এবং তুঙ্গনাথ মন্দিরের (তৃতীয় কেদার) দরজা ২ মে থেকে খুলে যাবে। পুণ্যার্থীরা তখন থেকেই ওই মন্দিরগুলিতে যেতে পারবেন।’‌ 


প্রসঙ্গত, চারধাম যাত্রা শুরু করার বিষয়ে গত কয়েক দিন ধরেই তৎপর ছিল কর্তৃপক্ষ। অবশেষে মন্দিরের দরজা খোলার দিন ঘোষণা করে দেওয়া হল। এটা ঘটনা, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ–চারধাম যাত্রা হিন্দুদের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থযাত্রা। প্রতি বছর প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে হাজার হাজার পুণ্যার্থী চারধামে যান। আর তাই হাজার হাজার পুণ্যার্থীর সমাগম উত্তরাখণ্ড সরকারের কাছেও বড় চ্যালেঞ্জ। রাজ্যের অর্থনীতি অনেকাংশে এই তীর্থযাত্রার উপর নির্ভরশীল। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী সম্প্রতি জানিয়েছিলেন, তাঁর সরকার পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।