আজকাল ওয়েবডেস্ক: জিওহটস্টার.কম ডোমেইনটি সফটওয়্যার ডেভেলপার থেকে এবার চলে এল সংযুক্ত আরব আমিরশাহির দুই বাসিন্দা জৈনাম ও জিভিকা জৈনের হাতে।ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে এই ভাই-বোনদের স্বাগত জানিয়ে লেখা হয়েছে, তারা ডোমেইনটি কিনেছে তরুণ সফটওয়্যার ডেভেলপারের সহায়তার জন্য। দুই ভাই বোনের তরফে একটি চিঠি প্রকাশিত হয়েছে সাইটে।

 

 

সেখানে বলা হয়েছে, আমরা যদিও এখন ছোট, তবে বয়স একটা সংখ্যা মাত্র। গরমের ছুটিতে আমরা দুবাই থেকে ভারত ঘুরে এসেছি। আমাদের উদ্দেশ্য ছিল সমাজের বিভিন্ন স্তরের শিশুদের সঙ্গে সংযোগ স্থাপন করা, শেখার প্রতি আমাদের ভালোবাসা ভাগাভাগি করা, পড়ার দক্ষতা শেখানো এবং বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করা।

 

 

আমরা অন্যদের অনুপ্রাণিত করতে চাই এবং ভবিষ্যতে যারা এই ইতিবাচক মিশন চালিয়ে নিয়ে যেতে চায় তাদের জন্য এই ডোমেইনটি খোলা রাখার আশাও প্রকাশ করছি। জানা গিয়েছে, ডোমেইনটি কেনার জন্য যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা নিতান্তই স্বল্প।

 

 

জিও হটস্টার ডোমেইনটির মালিক, দিল্লির একজন অ্যাপ ডেভেলপার। সোশ্যাল মিডিয়ায় তাঁর উচ্চ শিক্ষার জন্য অর্থ সংগ্রহ করছেন তিনি। উচ্চ শিক্ষার জন্য জিও হটস্টারের ডোমেইন বিক্রি করে দিতে চাওয়ার সিদ্ধান্তে প্রশংসিত হয়েছেন তিনি।