আজকাল ওয়েবডেস্ক: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় রেল তৎকাল টিকিট নিয়ে নতুন নিয়ম বের করছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিল ভারতীয় রেল।


১৫ এপ্রিল থেকেই বদলে যাবে তৎকাল টিকিটের নিয়ম। এই খবর চাউর হতেই চিন্তায় পড়ে গিয়েছিলেন যাত্রীরা। তবে বিষয়টি নিয়ে নিজেদের মত স্পষ্টভাবে জানিয়ে দিল ভারতীয় রেল। তারা জানিয়ে দিল এমন কোনও নতুন নিয়ম তারা জারি করেনি। এবিষয়ে সামাজিক মাধ্যমে বেশকিছু ভুয়ো খবর বের হয়েছে। তবে সাধারণ মানুষ যেন এগুলি নিয়ে চিন্তাভাবনা না করেন।


সমাজমাধ্যমে বেশ কয়েকটি বিভ্রান্তিকর পোস্টের প্রেক্ষিতে এই স্পষ্টকরণ দিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। এই সমস্ত পোস্টে দাবি করা হয়েছিল যে, তৎকাল টিকিট বুকিংয়ের সময় এসি এবং নন-এসি ক্লাসের পাশাপাশি এজেন্টদের জন্যও নাকি এই সময় পরিবর্তন করা হয়েছে। আর এরই প্রেক্ষিতে আইআরসিটিসি তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, 'সমাজমাধ্যম চ্যানেলে বেশ কিছু পোস্ট ঘুরছে এখন, যেখানে দাবি করা হচ্ছে যে তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আলাদা আলাদা সময় ধার্য করা হয়েছে।'

?ref_src=twsrc%5Etfw">April 11, 2025

 


ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের নিয়ম অনুসারে, একটি তৎকাল ই-টিকিট একদিন আগেই নির্ধারিত ট্রেনের জন্য কাটা যাবে। ট্রেন যেখান থেকে ছাড়ছে সেই স্টেশন থেকে কাটা যাবে টিকিট তবে যাত্রার দিনে কাটা যাবে না এই তৎকাল টিকিট। এসি ক্লাসের জন্য তৎকাল বুকিং করা যাবে সকাল ১০টা থেকে, নন-এসি ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে সকাল ১১টা থেকে। তবে ফার্স্ট এসি ছাড়া অন্য সমস্ত ট্রেনের কামরার জন্য এই তৎকাল টিকিট কাটা যাবে।

 


সাধারণ টিকিটের থেকে তৎকাল টিকিটের চার্জ বেশি নেওয়া হয়। এই চার্জ সবসময় স্থির থাকে। আদপে সেকেন্ড ক্লাসের টিকিট মূল্যের ১০ শতাংশ অতিরিক্ত এবং অন্য সমস্ত ক্লাসের কামরার জন্য ৩০ শতাংশ চার্জ অতিরিক্ত নেওয়া হয়ে থাকে যাত্রীদের জন্য।