আজকাল ওয়েবডেস্ক: মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে ফের অভাবনীয় সফলতা পেল ভারতের বিজ্ঞানীরা। ফিজিক্যাল রিসার্ট ল্যাবরেটরি সম্প্রতি ঘোষণা করল একটি নতুন গ্রহের আবিষ্কার করা হয়েছে। এটি পৃথিবীর তুলনায় পাঁচগুন বড়। এর ওজন পৃথিবীর তুলনায় ৬০ গুন বেশি। এই নিয়ে এই সংস্থা চারটি নতুন গ্রহের আবিষ্কার করলেন।
ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এই নতুন আবিষ্কার ফের নতুন দিক খুলে দিল। নেপচুনকে ছাড়িয়ে দিয়ে এই গ্রহটি নিজের অবস্থানে রয়েছে। এর সঠিক পরিমান যদি করা হয় তাহলে দেখা যায় এটি সূর্ষের মত বড় হতে পারে। আকারে গোল হলেও এর গায়ে শনির মত বলয় রয়েছে। এই গ্রহ বর্তমানে সকলের নজর কেড়েছে। এত দূরে এত বড় একটি গ্রহ কীভাবে একদিন সকলের নজর এড়িয়ে গিয়েছে তা নিয়ে বিজ্ঞানীরা নিজেরাই হতবাক।
তবে ভারতীয় বিজ্ঞানীরা মনে করছেন, এই গ্রহে লোহার পরিমান বেশি রয়েছে। কারণ দূর থেকে যে রং দেখা গিয়েছে তার সঙ্গে লোহার রংয়ের মিল রয়েছে। ফলে এখানে লোহার ভাগ বেশি থাকার সম্ভাবনা। পাশাপাশি হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রভাবও বেশি করে রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই গ্রহ নিয়ে আরও গবেষণা করতে চান বিজ্ঞানীরা। তাই আগামীদিনে এই গ্রহ নিয়ে আরও নতুন তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।
