আজকাল ওয়েবডেস্ক: রেল স্টেশন, রেল গাড়ি, এসব শব্দ শুনলেই নানা ছবি ফুটে ওঠে। কারও মনে পড়ে অপু-দুর্গার কথা। কারও মনে পড়ে ভিড়ে ঠাসা হাওড়া কিংবা শিয়ালদার কথা। কেউ কেউ দিব্যি ভিয়েতনামে পৌঁছে যান স্টেশনের কথা বললেই। কিন্তু জানেন কি, বিশ্বের সবচেয়ে লম্বা রেল স্টেশন প্ল্যাটফর্ম কোথায় রয়েছে? 

তথ্য, অন্য কোথাও নয়, বিশ্বের সবচেয়ে লম্বা রেল স্টেশন প্ল্যাটফর্ম রয়েছে ভারতেই। ভারতীয় রেললাইনকে দেশের যোগাযোগ ব্যবস্থার লাইফলাইন বলে অভিহিত করা হয়। দেশে রয়েছে সাত হাজারের বেশি রেললাইন, দৈনন্দিন প্রায় ১৩হাজার ট্রেন লক্ষ লক্ষ যাত্রীকে নিয়ে যায়, নিয়ে আসে। 

তথ্য, কর্ণাটকেই রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা রেল স্টেশন। শ্রী সিদ্ধারুধা স্বামীজী হুব্বাল্লি, বিশ্বের সবচেয়ে লম্বা রেল স্টেশন প্ল্যাটফর্ম। তথ্য, এই স্টেশনের প্ল্যাটফর্ম ১৫০৭মিটার অর্থাৎ  দেড় কিলোমিটার লম্বা। বিশ্বের সবচেয়ে লম্বা রেল স্টেশন হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এ নাম উঠেছে এই স্টেশনের। এই প্ল্যাটফর্ম তৈরি হতে খরচ হয়েছে অন্তত ২০ কোটি, সমগ্র স্টেশন তৈরি হতে আরও কয়েকগুন বেশি খরচ হয়েছে, সূত্রের খবর তেমনটাই। ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্টেশনের উদ্বোধন করেন।   এই স্টেশন কর্ণাটকের যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।