আজকাল ওয়েবডেস্ক : মাধাপুর। গ্রামটি গুজরাটের ভূজে অবস্থিত । জনসংখ্যা মাত্র ৩২,০০০। এই মাধাপুরই মহাদেশের সবচেয়ে ধনী গ্রাম। এশিয়াতে  এমন শহর রয়েছে যেখানে বিশ্বের বেশ কয়েকজন কোটিপতি বাস করেন। আমরা সকলেই এশিয়ার বিখ্যাত ধনী শহরগুলি সম্পর্কে জানি। কিন্তু মহাদেশের সবচেয়ে ধনী গ্রাম সম্পর্কে জানি না! আশ্চর্যজনক ভাবে, গ্রামটি ভারতে অবস্থিত, সেই গ্রামের নাম মাধাপুর। এই গ্রামের  জনসংখ্যার বেশিরভাগ অংশ বিদেশে বসবাসকারী অর্থা প্রবাসী। মাধাপুরের গ্রামবাসীরা রাস্তাঘাট, স্কুল এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করেছেন।  অন্য কোনও ভারতীয় গ্রামে  এমনটি পাওয়া কঠিন। এশিয়ার সবচেয়ে ধনী গ্রাম সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।

মাধাপুরের অধিবাসীদের ব্য়াঙ্কে ৭,০০০ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে। এটি একটি রেকর্ড, যা ভারত সরকারও স্বীকার করেছে।

মাধাপুর এত ধনী হওয়ার কারণ এর প্রবাসী ভারতীয় জনসংখ্যা। তাঁরা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ । এই প্রবাসী ভারতীয়রা মূলত আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশে বাস করে।
মাধাপুরের ব্য়াঙ্ক আমানত গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে রাস্তাঘাট, জলসম্পদ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সুবিধা এবং ধর্মীয়স্থান-সহ উন্নত পরিকাঠামো তৈরি হয়েছে।

প্রবাসী ভারতীয়দের বিনিয়োগ মাধাপুরকে মানি হাব করে তুলেছে। এই বিশাল বিনিয়োগ দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলির নজর কেড়েছে। বর্তমানে এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, পিএনবি-সহ ১৭টি প্রধান ব্যাঙ্কের শাখা এখানে রয়েছে।

এখানকার গ্রামবাসীরা সারা বিশ্বে ছড়িয়ে আছে।  বিভিন্ন দেশে তারা কাজ করে। তারা পরিকাঠামোগত উন্নয়নের জন্য অর্থ প্রদান করে, যাতে গ্রামটি তার জনগণের সঙ্গে উন্নত হতে পারে।