আজকাল ওয়েবডেস্ক: সাপে কামড়ানো গ্রামের দিকে আখছাড় দেখা যায়। মানবদেহ থেকে সাপের বিষ বের করারও একাধিক পদ্ধতির কথা শোনা যায়। কিন্তু নিমপাতা দিয়ে বিষ বের করা? এমনটাই দেখা গিয়েছে ঝাড়খণ্ডের এক গ্রামে।
গ্রামটি অবস্থিত গোড্ডা জেলার মহাগামা ব্লকে। গ্রামের নাম কুসমি। সেখানেই এই অদ্ভুত পদ্ধতিতে সাপে কাটা রোগীর চিকিৎসা করা হয়। সম্প্রতি প্রকাশ্যে আসে এক ভিডিও। তাতে দেখা যায়, মহিলার শরীরে সাপে কাটা অংশে নিমপাতার প্রলেপ দেওয়া হচ্ছে সঙ্গে চলছে জপ, হরিনাম সংকীর্তন। গ্রামবাসীরা জানিয়েছেন, বহু বছর ধরেই এই পদ্ধতিতে সফলভাবে চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, ওই মহিলার নাম সুলখী দেবী। বৃহস্পতিবার বাড়ির পাশের ধানের ক্ষেতে কাজে গিয়েছিলেন। সেখানেই তাঁকে সাপে কামড়ায়। গ্রামবাসীরা খবর দেন উপেন্দ্র যাদবকে। এই লোক এসে নিমপাতা দিয়ে চিকিৎসা শুরু করেন। শুধু সুলখী দেবীর নয়, গ্রামের কাউকে সাপে কামড়ালে এভাবেই চিকিৎসা করা হয় বহু বছর ধরে।
উপেন্দ্র যাদব দাবি করেন, কামড় পরীক্ষা করে তিনি নির্ণয় করতে পারেন কোন ধরনের সাপ কামড়েছে। এর পরে, নিম পাতা ব্যবহার করে চিকিত্সা করা হয়। একইসঙ্গে সাপের জন্য নির্দিষ্ট দেবী বিষহরির মন্ত্রও উচ্চারণ করতে থাকেন গ্রামবাসীরা। এই মন্ত্র আর নিমের ডালের ঔষধি গুণাবলী সাপের বিষ সারিয়ে তোলে। এইভাবে বহু লোককে সারিয়ে তোলা হয়েছে। এদিকে সুলখী দেবী সম্পূর্ণ সুস্থ। এইভাবে আদৌ সাপের বিষের হাত থেকে বাঁচা যায়? উপেন্দ্র যাদবের বক্তব্য, যদি বিষধর সাপ কামড়েছে বোঝা যায় তাহলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
