আজকাল ওয়েবডেস্ক: ভারতে যুবসমাজের জন্য বেকারত্বের সংকট এখন শীর্ষে পৌঁছেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্ট (IHD) প্রকাশিত ভারতীয় কর্মসংস্থান প্রতিবেদন ২০২৪ অনুসারে, দেশের বেকার জনসংখ্যার ৮৩% যুবকদের নিয়ে গঠিত। বিশেষভাবে উদ্বেগজনক হলো শিক্ষিত যুবকদের মধ্যে বেকারত্বের হার, যা ২০০০ সালে ৩৫.২% থেকে ২০২২ সালে ৬৫.৭%-এ পৌঁছেছে।

মন্ত্রীরা নতুন প্রকল্পের উদ্বোধনের সময় প্রায়ই ব্যাপক চাকরির প্রতিশ্রুতি দেন, কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় না। উদাহরণস্বরূপ, ২০২০ সালের অক্টোবরে অসমের জোগিঘোপায় মাল্টি-মোডাল লজিস্টিক পার্ক উদ্বোধনের সময় কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি ২০ লাখ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২০২২ সালে, সংসদে তিনি জানান, প্রকল্পটি মাত্র ১১,৫২১ কর্মসংস্থান তৈরি করতে সক্ষম হবে।

এমনকি প্রতিরক্ষা মন্ত্রক, মেথানল অর্থনীতি, এবং টেক্সটাইল খাতেও চাকরির প্রতিশ্রুতিগুলি কার্যত রূপায়িত হয়নি। এসব ক্ষেত্রের প্রকল্পগুলি কোটি কোটি চাকরি সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবতায় তা সম্পূর্ণ ভিন্ন।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের প্রকল্পগুলির চাকরি সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে যথাযথ তথ্য ও জবাবদিহি ব্যবস্থার অভাব রয়েছে। বেকারত্বের এই সংকট নিরসনে সরকারি প্রকল্পগুলিতে সঠিক জবাবদিহিতা এবং স্বচ্ছতা প্রয়োজন।