আজকাল ওয়েবডেস্ক :  দেখে বোঝার উপায় নেই এটা কী রেলের কোচ নাকি একটি বিরাট নামী ফাইফ স্টার হোটেল। সম্প্রতি নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এমনই একটি পরিষেবা চালু করেছে। এখানে উঠলেই যেন আপনি পৌঁছে যাবেন অন্য এক পরিবেশে। এখানে চড়ে মনেই হবে না আপনি রেলে চড়েছেন।

 

তবে কোথায় চালু হয়েছে এমন রেল। এটি চালু হয়েছে গুয়াহাটিতে। এই কোচে উঠলেই মিলবে দামী খাবার থেকে শুরু করে নামী হোটেলের সমস্ত ব্যবস্থা। সেখানে রয়েছে দারুণ সব খাবারও। এগুলি আপনি খেতে পারেন চেটেপুটে। এমনকি কোনও উৎসবে মেতে উঠতে হলে গোটা রেলের কোচটি আপনি ভাড়া করতেই পারেন। খরচ খুব একটা বেশি হবে না।

 

নিজের ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিসের যেকোনও পার্টি সবেতেই আপনি ভাড়া করতে পারেন এই রেলের বিশেষ কোচটি। এখানে উঠে আপনি পৌঁছে যেতে পারবেন নামী হোটেলের পরিবেশে। কোচটি এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যা দেখে সকলের চোখ এখন কপালে ওঠার যোগাড়। তবে এই রেলে চড়তে হলে কোনও বিশেষ অনুষ্ঠানের জন্য আপনাকে রেলটিকে বুকিং করতে হবে। সাধারণ পরিষেবার জন্য এই রেল নয়। তবে একে ঘিরে গোটা গুয়াহাটি জুড়ে তৈরি হয়েছে নতুন এক উন্মাদনা।