আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ সময় ধরেই ভারতে অত্যন্ত জনপ্রিয় একটি বিকল্প সরকারি চাকরি। স্থিতিশীলতা, উন্নত বেতন কাঠামো, অবসরকালীন সুবিধা, কর্ম-জীবন ব্যালেন্স, হাউজিং, চিকিৎসা সুবিধার জন্য আমজনতা সবার আগে বেছে নেন সরকারি চাকরিকেই। আর যাঁরা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাঁদের জন্যই এই প্রতিবেদন। বেশ কিছু সরকারি সেক্টরে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে আবেদন করা যাবে চলতি সপ্তাহেই। শূন্যপদ রয়েছে ব্যাঙ্ক অফ বরোদাতেই।

 

ব্যবসায়ী প্রতিনিধি সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারেন প্রার্থীরা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আবেদন করতে পারবেন নতুন প্রার্থী এবং অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীরা। দুটি শূন্যপদ খালি রয়েছে। আগ্রহীরা ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in-এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার শেষ তারিখ ৬ নভেম্বর। প্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে, এবং অবসরপ্রাপ্তদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর। প্রার্থীদের নির্বাচন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন আঞ্চলিক প্রধান। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শূন্যপদে নিয়োগ করা হচ্ছে ইন্দো-তিব্বতি সীমান্ত পুলিশ বাহিনীতেও। ৩৪৫টি গ্রুপ এ পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

 

প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpolice.nic.in-এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৪ নভেম্বর। যারা অনলাইন আবেদনপত্র জমা দেবেন, তারা একটি ই-অ্যাডমিট কার্ড পাবেন, যেখানে ডকুমেন্টেশন এবং সাক্ষাৎকারের তারিখ, সময় এবং স্থান সম্পর্কে তথ্য থাকবে। নিয়োগ করা হচ্ছে ভারতীয় সেনাতেও। জুলাই ২০২৫ ব্যাচের প্রযুক্তিগত প্রবেশ পদ্ধতি (TES-53) এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

যোগ্য প্রার্থীরা ভারতীয় সেনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। মোট ৯০টি পদের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং প্রার্থীদের ৭ নভেম্বরের আগে আবেদন করতে হবে। জানানো হয়েছে, প্রার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতের কমপক্ষে ৬০% নম্বর থাকতে হবে। এছাড়াও JEE Mains ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করা আবশ্যক।