আজকাল ওয়েবডেস্ক: সরকারি ব্যাঙ্কের মধ্যেই চলছে পার্টি। সঙ্গে দেদার মদ্যপান, নাচগানের আসর। সেই আসরে হাজির খোদ ম্যানেজার। সঙ্গী তাঁর বন্ধুরা। মদের গ্লাস মাথায় তুলে নাচ করতেও দেখা গেছে তাঁদের। ঘটনার ভিডিওটি প্রকাশ্যে আসতেই, তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। জানা গেছে, বিজাপুর জেলাতেই সরকারি ব্যাঙ্কের নতুন একটি ব্রাঞ্চে এই ঘটনাটি ঘটে রবিবার রাতে। ওই ব্রাঞ্চের সার্ভিস ম্যানেজার সম্প্রতি বদলি হয়েছেন। তাঁর ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছিল ব্যাঙ্কের মধ্যেই। সেই ব্যাঙ্কেই মধ্যে ছুটির দিনে দেদার মদ্যপান করে হুল্লোড়ে মেতে ওঠেন কর্মীরা।
আরও পড়ুন: এক বাক্স ডিম রান্নাঘরে রেখে ঘুরতে গিয়েছিলেন, ছোট্ট ভুলে যা ঘটল, বাড়ি ফিরেই যুবতীর চোখ কপালে
জানা গেছে, ছুটির দিনে ব্যাঙ্কের ভিতর থেকে গাঁক গাঁক করে গান ভেসে আসে। রাতেরবেলায় চেঁচামেচি ও গানের আওয়াজে অতিষ্ঠ হয়ে ওঠেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। রাগে, বিরক্তিতে ওই এলাকারই এক বাসিন্দা চুপিচুপি ব্যাঙ্কের মধ্যে প্রবেশ করে। এরপর লুটিয়ে সেই পার্টির ভিডিও করেন ফোনে। পরে সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
বিজাপুরের সরকারি ব্যাঙ্কের ওই ব্রাঞ্চের সার্ভিস ম্যানেজারের নাম আশীষ ওয়াকার। তিনি রাইপুরে বদলি হয়ে যান। তাঁর ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছিল ব্যাঙ্কের মধ্যেই। যেখানে ব্যাঙ্কের কর্মীরা ছাড়াও আশীষের বন্ধুরা এবং বাইরের একাধিক নিমন্ত্রিতরা হাজির হয়েছিলেন। সকলেই দেদার মদ্যপান করে নাচগানে মেতে ওঠেন।
ভিডিওটিতে আশীষকেও মদ্যপ অবস্থায় নাচ করতে দেখা গেছে। ১০ থেকে ১২ জন ওই পার্টিতে ছিলেন বলে জানা গেছে। মাথায় মদের গ্লাস নিয়েও নাচ করতে দেখা গেছে তাঁকে। স্থানীয় এক ব্যক্তি ওই ম্যানেজারকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, ব্যাঙ্কের ভিতর থেকে এত আওয়াজ হচ্ছে কেন? উত্তরে আশীষ জানিয়েছিলেন, তাঁর ফেয়ারওয়েল পার্টি চলছে। বদলি হয়ে যাওয়ার আগে সকলেই তাই উদযাপন করছেন। এটাই এই অফিসে তাঁর শেষ দিন ছিল। তাই বাইরে থেকে বন্ধুদের নিমন্ত্রণ করে ব্যাঙ্কের মধ্যে পার্টিতে মেতে ওঠেন তিনি।
প্রসঙ্গত, অতীতে উত্তরপ্রদেশের রায়বরেলির এক ব্যাঙ্কের মধ্যেও মদের ঠেক বসাতে দেখা গিয়েছিল। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা গেছে, একটি ব্যাঙ্কের মধ্যে টেবিলের উপর রয়েছে মদের বোতল, গ্লাস। কয়েকটি গ্লাসে মদ ঢালাও রয়েছে। এর পাশেই রয়েছে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ নথিপত্র।
জানা গেছে, রায়বরেলির জেলা সমবায় ব্যাঙ্কেই ঘটনাটি ঘটেছে। ভিডিওটি ওই ব্যাঙ্কের এক কর্মী লুকিয়ে লুকিয়ে করেছিলেন। একটি ঘরের মধ্যে একজনকে বসেও থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পর তিনি বেরিয়ে যাওয়ার পরেই, যে ঘরে বসে মদ্যপান করা হচ্ছিল, সেই ঘরের ভিডিও তোলেন। যা থেকে স্পষ্ট, ব্যাঙ্কের কাজ ফেলেই মদ্যপান করছিলেন কর্মীরা। সেই ব্যাঙ্কের মধ্যে নিয়মিত বসে মদের ঠেক!
बीजापुर: SBI दफ्तर बना डांस फ्लोर: मैनेजर की विदाई पर हुई दारू पार्टी!#chhattisgarhnews #chhattisgarh #cgnews #SBIBarParty #BijapurControversy #BankorBar #ViralFarewell #ShockingSBI #OfficePartyGoneWrong #vayamchhattisgarh #LokSabha #AnshulKamboj #shardul #GoaDrugsCrises pic.twitter.com/5oOvRhVMdB
— Vayam Chhattisgarh (@Chhattisgarh_36)Tweet by @Chhattisgarh_36
যদিও পুলিশ এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। ঘটনার ভিডিওটি দেখে একজন লিখেছেন, 'এই হচ্ছে উত্তরপ্রদেশ! এখানে সব সম্ভব!' আরেকজন লিখেছেন, 'ব্যাঙ্কে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সাধারণ মানুষ অপেক্ষা করেন। আর এরা কাজের অজুহাতে মদ্যপান করেন! কড়া শাস্তি হওয়া উচিত।'
